• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬

দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন জেনেলিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩, ০৩:১৩ পিএম
দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন জেনেলিয়া

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা। তবে বলিউডের চেয়ে দক্ষিণী ছবিতেই বেশি কাজ করেছেন এই অভিনেত্রী। সিনে জগতের এই গুনী অভিনেত্রী বিয়ের পর সিনেমা থেকে বিদায় জানান। তবে দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরছেন জেনেলিয়া।

অভিনেত্রীর আসন্ন মরাঠি সিনেমা ‘বেদ’ দিয়ে দর্শকদের সামনে আবারও হাজির হচ্ছেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছেন তার স্বামী রীতেশ দেশমুখ।

এ প্রসঙ্গে জেনেলিয়া বলেন, “বর্তমানে তিনি অনেক ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিতে। এখন অনেক কাজ রয়েছে যাতে মুখ নয়, অভিনেতার প্রয়োজন হয় বলেই মনে করছেন জেনেলিয়া। তাই আবার কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগে রীতেশকে বিয়ে করে অভিনয়কে বিদায় জানিয়েছিলেন এই অভিনেত্রী।”

এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “সত্যি বলতে, বিয়ের সময়ই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে, কাজ নয় পরিবারকেই সময় দেব। বিয়ের আগে অনেক কাজ করেছি আমি। তাই মনে হয়েছিল, এখন বিরতি দরকার আমার। সে সময় পরিবারকে শুধু প্রাধান্য দিতে চেয়েছিলাম। এর পর দুই সন্তান হলো। সংসার জীবনেই বাঁধা পড়ে থাকতে ভালোই লাগছিল আমার। কিন্তু তার মানে এটা নয় যে, আমি আর কাজ করতে পারব না কিংবা করবো না।”

২০২২ সালের ফেব্রুয়ারিতে বিয়ের ১০ বছর পূর্ণ হয়েছিল রীতেশ-জেনেলিয়ার দাম্পত্য জীবনের। বলিউডের ছবিকেও হার মানাবে তাদের প্রেমকাহিনি।

 

Link copied!