• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

জন্মদিনের পার্টিতে ফ্রেমবন্দি শাহরুখ-সালমান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৩, ০১:৪২ পিএম
জন্মদিনের পার্টিতে ফ্রেমবন্দি শাহরুখ-সালমান
জন্মদিনের পার্টিতে ফ্রেমবন্দি শাহরুখ-সালমান । ছবি: সংগৃহীত

বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন ঘিরে ছিল নানা আয়োজন। সেই আয়োজনে বাড়তি উত্তেজনা দিতে হাজির হয়েছিলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক এমএস ধোনি ও বলিউড ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নেটিজেনদের মনে প্রশ্ন ছিল শাহরুখের জন্মদিনে তারকাদের মেলা থাকলেও সালমান খান কেনো নেই! তবে, বলিউড ভাইজানও উপস্থিত ছিলেন শাহরুখের জন্মদিনের পার্টিতে। আর তা প্রমাণ করেছেন ভারতের ক্যাপ্টেন কুল এমএস ধোনি একটি  ছবি। ক্রিকেটারের এই ছবি মুহুর্তেই ভাইরাল হয় সামাজিকমাধ্যমে। ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায়, ধোনির ঠিক পেছনেই ছিলেন সালমান খান। যা দেখে শাহরুখ ও সালমান ভক্তরা দুজনকেই বেশ প্রশংসা করছে।

শাহরুখের জন্মদিনে ধোনি ও সালমান খান ছাড়াও দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, আলিয়া ভাট, কারিনা কাপুর খান, রণবীর কাপুর, কিয়ারা আদবানি, মিকা সিং, কারিশমা কাপুরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!