আরবাজ খানের সঙ্গে দুই দশকের দাম্পত্যে বিচ্ছেদের পর অর্জুন কাপুরের প্রেমে মজেছিলেন মালাইকা আরোরা। ছয় বছরের সেই প্রেমও ভেঙে যায় তাদের। এর পর থেকে সিঙ্গেলই রয়েছেন ‘ছাঁইয়া ছাঁইয়া গার্ল’। নানা ঝড়ঝাঁপটা সামলে সম্প্রতি থিতু হয়েছেন কিছুটা।
এরমধ্যেই বলিপাড়ায় কানাঘুষো, হাঁটুর বয়সী প্রেমিকে মজেছেন মালাইকা। এনরিক ইগলেসিয়াসের মুম্বাই কনসার্ট থেকেই ফাঁস হলো সেই ‘গোপন খবর’।
বুধবার সন্ধ্যায় এনরিক ইগলেসিয়াসের ‘হাইভোল্টেজ’ কনসার্টে যোগ দিয়েছিলেন মালাইকা। সেখানেই লেন্সবন্দি হয় রহস্যময় পুরুষের সঙ্গে তার ঘনিষ্ঠ রসায়ন।
দুজনেই রং মিলান্তি সাদা পোশাকে কনসার্ট উপভোগ করতে এসেছিলেন। আর সেই ছবি অন্তর্জালে ছড়িয়ে পড়তেই কানাঘুষা!
বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, মালাইকা যার প্রেমে পড়েছেন তিনি একজন হীরা ব্যবসায়ী। নাম হর্ষ মেহতা। মালাইকার সঙ্গে তার বয়সের পার্থক্য ১৯ বছর।
সদ্য বায়ান্ন ছোঁয়া অভিনেত্রীর বয়স নিয়ে সম্প্রতি নেটপাড়ায় বেজায় হইচই শুরু হয়েছিল! শেষমেশ নিজেই জল্পনায় ইতি টেনেছেন আরোরা। তবে এবার চর্চায় ‘ছাঁইয়া ছাঁইয়া গার্ল’-এর নতুন প্রেম।
শোনা যাচ্ছে, চব্বিশ সালে অর্জুন কাপুরের সঙ্গে দূরত্ব বাড়ার পরই নাকি হর্ষের সঙ্গে বন্ধুত্ব শুরু হয় মালাইকার। মাসখানেক ধরে একে-অপরকে ডেট করছেন তারা।
উল্লেখ্য, গতবছর জুলাই মাসে স্পেনে ছুটি কাটানোর সময়ে মালাইকার ফ্রেমে ধরা পড়েছিল এক রহস্যময় পুরুষ।
যদিও অভিনেত্রীর ক্যামেরার ফোকাস ছিল খাবারের দিকে। তবে ব্যাকগ্রাউন্ডে সুদর্শন পুরুষের আবছা অবয়ব নজর এড়ায়নি নেটভুবনের। সেখান থেকেই নতুন সম্পর্কের গুঞ্জনের সূত্রপাত! কিন্তু এযাবৎকাল কাকপক্ষীতেও টের পেতে দেননি ‘ছাঁইয়া ছাঁইয়া গার্ল’। তবে প্রেমের গুঞ্জন কি ধামাচাপা থাকে? শেষমেশ এনরিকের কনসার্টই ধরিয়ে দিল মালাইকার নতুন প্রেমিককে।


































