• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২, ২২ মুহররম ১৪৪৬

সুস্মিতার সঙ্গে প্রেম করছেন সৃজিত?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০১:২৮ পিএম
সুস্মিতার সঙ্গে প্রেম করছেন সৃজিত?
সুস্মিতা ও সৃজিত। ছবি: সংগৃহীত

ভারতের ওড়িশার পুরীতে চলছে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং। নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় প্রায় ছয় বছর যে চিত্রনাট্য আগলে রেখেছিলেন, সেই গল্প এবার পর্দায় আসছে। বুধবার (১৬ জুলাই) ছিল শুটিংয়ের শেষ দিন। এদিনই সৃজিতকে নিয়ে উঠেছে নতুন প্রেমের গুঞ্জন। নেটিজেনদের অনেকে ধারণা করছেন যে এই ছবির অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেম করছেন সৃজিত!

জানা যায়, লহ গৌরাঙ্গের নাম রে ছবির সূত্র ধরেই সৃজিত-সুস্মিতার ঘনিষ্ঠতা বাড়ে। সৃজিত মঞ্চে যেদিন প্রথম ‘মার্ক্স ইন কলকাতা’ করলেন, সেদিনও নাটক দেখতে গিয়েছিলেন সুস্মিতা। দুজনকে একসঙ্গে সিনেমার প্রিমিয়ারে যেতেও দেখা গেছে! পরিচালকের বন্ধুবান্ধবের সঙ্গেও নাকি সুস্মিতার সখ্য গড়ে উঠেছে। 

তবে সৃজিত ও সুস্মিতা প্রেমে পড়েছেন কি না, সেই আলাপ এত দিন সামনে আসেনি। কিন্তু পুরীর সমুদ্র যে উত্তাল, সমুদ্রকে সাক্ষী রেখে তাই অনেক প্রেমেরও জন্ম হয়!

Srijit-Mithila | Bangladeshi Actor Rafiath Rashid Mithila wife of Tollywood  Director Srijit Mukherji Opens up about the recent rumour of their  separation dgtl - Anandabazar

এরই মধ্যে সমুদ্রপাড়ে সৃজিতের সঙ্গে একটি ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সুস্মিতা। ক্যাপশনে লিখেছেন, ‘স্যর আঁখো পর’। এরপরই নেটিজেনরা প্রশ্ন তুলছেন, ‘নয়নের মণি করে রাখার মতো ব্যাপার কি?’ 


নির্মাতার ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, ‘সৃজিত-সুস্মিতার বন্ধুত্ব এখন চোখে পড়ার মতো। বিষয়টি বিশেষ বন্ধুত্বের দিকে এগিয়েছে, তেমন মনে করছেন অনেকে।’

যদিও এই গুঞ্জনে এখনো মুখ খুলেননি সৃজিত কিংবা সুস্মিতা। এমনকি সৃজিত-পত্নী রাফিয়াত রশিদ মিথিলাও কিছু বলেননি! তবে টলিউডে সৃজিতের নতুন প্রেম নিয়ে গুঞ্জন বেড়েই চলছে।

Link copied!