• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

মুম্বাইয়ে মুগ্ধ জয়া আহসান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৩, ০৪:২৮ পিএম
মুম্বাইয়ে মুগ্ধ জয়া আহসান
‘কড়ক সিং’ সিনেমার প্রিমিয়ার শো। ছবি: সংগৃহীত

অপেক্ষার পালা শেষ, অবশেষে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘কড়ক সিং’। শুক্রবার (৮ ডিসেম্বর) মুম্বাইয়ে সিনেমাটির প্রিমিয়ার শোতে অংশ নিয়ে মুগ্ধ হয়েছেন দেশের জনপ্রিয় এই অভিনেত্রী।

সহ-অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে জয়া আহসান 

ভারতীয় ওটিটি প্ল্যাটফরম জিফাইভে মুক্তি পাবে জয়া অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘কড়ক সিং’। 

‘কড়ক সিং’ ছবিতে পঙ্কজ ত্রিপাঠি ও জয়া আহসানের সঙ্গে রয়েছেন বলিউডের সানজানা সাঙ্ঘি, মালায়লাম তারকা পার্বতী থিরুবথু প্রমুখ।

ঢালিউড-টালিউড কাঁপিয়ে এবার বলিউডে অভিষেক হতে যাচ্ছে দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। 

বলিউডে অভিষেক প্রসঙ্গে জয়া আহসান বলেন, “এখন গ্লোবালাইজেশনের যুগ। বলিউড, টালিউড, ঢালিউড আলাদা কিছু না। যেকোনো দেশের যেকোনো ভাষায় কাজ করাটা এখন নরমাল, অনেকেই করছেন। আমি যদি কনস্ট্যান্টলি অনেক কাজ করতে পারি, অনেকদিন সাসটেইন করি— তখন বলতে পারব হ্যাঁ, আমি বলিউডেও কাজ করছি। এখনই বলাটা...ইটস টু আর্লি।”

এর আগে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিল্লিতে ‘কড়ক সিং’–এর  প্রিমিয়ারে অংশ নিয়েছেন জয়া আহসান। সেখান থেকে মুম্বাই গেছেন দ্বিতীয় প্রিমিয়ার শোতে অংশ নিতে।

গত মাসে গোয়ায় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির। সেই প্রিমিয়ারে হাজির ছিলেন বাংলাদেশি অভিনেত্রী।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!