• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

শাকিবকে দেয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন বুবলী : অপু বিশ্বাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৪, ১১:৪৮ এএম
শাকিবকে দেয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন বুবলী : অপু বিশ্বাস
শবনম বুবলী-অপু বিশ্বাস। ছাব: কোলাজ

শাকিব খানকেকে দেয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন শবনম বুবলী বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

ঈদে মুক্তি পাওয়া ‘রিভেঞ্জ’ ফ্লপ হওয়ায় দুই সিনেমা থেকে বাদ পড়েছেন নায়িকা শবনম বুবলী। যদিও বুবলীর দাবি, শাকিব খানকে নিয়ে পরিচালক ইকবাল আপত্তিকর মন্তব্য করায় তিনি নিজেই সিনেমাটি ছেড়ে দিয়েছেন। এবার বিষয়টি নিয়ে বুবলীকে খোঁচা দিতে ছাড়লেন না অপু বিশ্বাস।

সংবাদমাধ্যম অনুযায়ী, সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, অপু বিশ্বাস ‘নিজে (বুবলী) ছবি থেকে বাদ পড়ে শাকিবকে দেয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন তিনি। দুর্বল গেমপ্ল্যান।

ছবি থেকে বাদ না পড়লে শাকিবের প্রতি দরদ দেখানো এমন কোনো বাক্য ব্যবহার করতেন না। আসলে সবখানে শাকিব খানের নাম মুখে নিয়ে উনি ক্লান্ত হয়ে গেছেন।’

অপু বিশ্বাসের প্রশ্ন, ‘উনি (বুবলী) শাকিব খানের সম্মান নিয়ে কথা বলেন? যখন ‘প্রিয়তমা’র প্রচারে গিয়ে অভিনেতা আফরান নিশো শাকিব খানকে নিয়ে নেতিবাচক কথা বলল, তখন ওনার (বুবলী) মুখে শোনা গেল সেই নিশোর প্রশংসা।

সে সময় কীভাবে শাকিবকে নিয়ে বাজে মন্তব্য করা একজন মানুষের পক্ষে সাফাই গাইলেন তিনি?’

যদিও অপু বিশ্বাসের এসব মন্তব্যের এখনো কোনো জবাব দেননি বুবলী।

Link copied!