• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

নতুন লুকে বুবলীর চমক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৩, ০২:৫০ পিএম
নতুন লুকে বুবলীর চমক
শবনম বুবলী, ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন লুকে ধরা দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। সোনালী রঙের ছোট চুলে অভিনেত্রীকে যেন চেনাই দায় ভক্তদের।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন বুবলী। যার ক্যাপশনে লিখেছেন, ‘তুমি যেখানে, আমি সেখানে’  সিনেমার নতুন লুক। 

দেবাশীষ বিশ্বাস পরিচালিত নতুন সিনেমার জন্যই নিজেকে এভাবে তৈরি করেছেন বুবলী। এই সিনেমায় বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন রোশান।

এদিকে বুবলীর নতুন এই লুকে ছবিগুলো দেখে প্রশংসা করছে অনুসারীরা।

নতুন সিনেমা প্রসঙ্গে বুবলী বলেন, “এটি শতভাগ কমেডি সিনেমা। সত্যি কথা বলতে এমন সিনেমায় কাজ করা অনেক কঠিন। মানুষকে হাসানো সবচেয়ে কঠিন কাজ। তারপরও আমার দিক থেকে চেষ্টা করছি যতটুকু ভালো অভিনয় করা যায় তা করার।”

‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে দুই প্রতারকের ভূমিকায় দেখা যাবে রোশান ও বুবলীকে। যারা ধনীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে বিলিয়ে দেন গরিবদের মাঝে।

 

Link copied!