• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

বিকিনি লুকে ভাইরাল রাজের এক বছরের কন্যা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ০৫:৩২ পিএম
বিকিনি লুকে ভাইরাল রাজের এক বছরের কন্যা
বিকিনি লুকে সাহসিনী ইয়ালিনি চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম থেকে

বিকিনি লুকে ভাইরাল প্রযোজক-পরিচালক রাজ চক্রবর্তী এক বছরের কন্যা ইয়ালিনি। সবে টলোমলো পায়ে হাঁটতে শিখেছে। এরই মধ্যে হলুদ রঙের বিকিনি, মাথার উপরে চূড়ো করে বাঁধা চুল। কখনও পা মুড়ে বসে সে। কখনও আপন মনে বালি নিয়ে খেলতে ব্যস্ত।  দাদা ইউভানের সঙ্গেও খেলছে সে। এমন কিছু ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুটিয়ায়। ছবি দেখে কেউ বলছেন, ছেলে ইউভান বাবার মতোই হয়তো পরিচালনায় আসবে। মেয়ে হয়তো মায়ের মতো অভিনয়ে। সেই জন্যই বুঝি বিকিনিতেও সাবলীল।

ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, বছর শেষে প্রতি বছর দেশের কয়েকটি দিন বাইরে কাটান সপরিবারে। সতেজ অক্সিজেন ফুসফুসে ভরে ফের চেনা দুনিয়ায়। এ বারেও রুটিন বদলায়নি প্রযোজক-পরিচালক রাজ চক্রবর্তীর। তিনি এখন ব্যাংককে, সমুদ্রপাড়ে। স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ছেলেমেয়ে ইউভান-ইয়ালিনি, ভাগ্নী সৃষ্টি পাণ্ডে, পারিবারিক বন্ধু ফলক রশিদকে নিয়ে অন্তরঙ্গ সময় কাটাচ্ছেন।
 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!