• ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৬

পুলিশে উর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০২:৫৪ পিএম
পুলিশে উর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল
লোগো

পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর অংশ হিসেবে উচ্চপদে আবারও বড় রদবদল করেছে অন্তর্বর্তী সরকার। একযোগে বাহিনীটির ৭৬ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান।

রদবদল হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। 

গত বছরের জুলাই আন্দোলন ঠেকাতে পুলিশ বাহিনীকে ব্যবহার করে পতিত আওয়ামী লীগ সরকার। এতে ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটলে ব্যাপক রোষানলে পড়ে পুলিশ। দেশের বেশির ভাগ থানা পুলিশশূন্য হয়ে পড়ে। শত শত থানায় আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। 

৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে বাহিনীতে ব্যাপক পরিবর্তন আনা হয়। দফায় দফায় রদবদল করা হয়।

এই বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা এবং পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। পুলিশ সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে এই বাহিনী ব্যাপক সংস্কারের কাজও চলমান।

Link copied!