• ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২, ১৬ মুহররম ১৪৪৬

সিঙ্গাপুর যাচ্ছেন অপু বিশ্বাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৩, ০৩:১৮ পিএম
সিঙ্গাপুর যাচ্ছেন অপু বিশ্বাস
ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের ‘ঢালিউড কুইন’খ্যাত অপু বিশ্বাস তার ভক্তদের উপহার দিয়েছেন অনেক ব্যবসা সফল সিনেমা। দেশের পাশাপাশি বিদেশেও রয়েছে তার ভক্ত। প্রবাসী বাঙালিদের ডাকে সারা দিয়ে কয়েক দিন আগে তিনি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরেন। এবার সিঙ্গাপুর যাচ্ছেন তিনি।

শনিবার (২ সেপ্টেম্বর) একটি অনুষ্ঠানে অংশ নিতে সিঙ্গাপুরে যাচ্ছেন তিনি। অপু বিশ্বাস জানান, শুক্রবার (১ সেপ্টেম্বর) সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবেন তিনি।

টিউলিপ ও জয়া এন্টারটেইনমেন্টের কর্নধার আলমগীর আহমেদ জানান, সিঙ্গাপুরে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে কনসার্টের আয়োজন করেছেন তারা। সেখানে পারফর্ম করবেন অপু। এতে আরও অংশ নেবেন সংগীতশিল্পী মনির খান, সৈয়দ অমি, আকাশ সেন, চিত্রনায়িকা আঁচল আঁখি, বেলী, রাহি।

অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ ‘লাল শাড়ি’ সিনেমাটি গত ঈদে মুক্তি পায়। সরকারি অনুদানের সিনেমাটি অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেন তিনি।

Link copied!