কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সঙ্গে হেরে সমর্থকদের কাঁদিয়ে বাড়ি ফিরে গিয়েছে ব্রাজিল। অন্যদিকে নেদারল্যান্ডসকে পরাজিত করে মেসির দল সেমিফাইনাল খেলার টিকিট পেয়ে গিয়েছে। শুধু সেমিতে জয় প্রিয় দলের ফাইনালও জয় প্রত্যাশা করছেন সমর্থকরা। এদিকে কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি জানিয়েছেন দুটি শোক বাঙালি নিতে পারবে না। তাই ফাইনালে আর্জেন্টিনাকে জিততেই হবে।
বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন করছেন স্বস্তিকা। পছন্দের দল ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সেমিফাইনালে আর্জেন্টিনা জয় লাভ করবে এটাই রেখেছেন প্রত্যাশা।
এ অভিনেত্রী বলেন, “পরের ম্যাচটা দেখতে পারব না। আপনাদের আর ঈশ্বরকে বলে গেলাম, যেভাবেই হোক জিতবে আর্জেন্টিনা। জিততেই হবে। দুটো শোক বাঙালি নিতে পারে না। বাবা বেঁচে থাকলে আমার বাড়ির ছাদ উড়ে যেত; পিঠের চামড়াটাও যেত। কারণ, আমার দোষেই যা হওয়ার হয়েছে। সুতরাং বাঙালির ভালোবাসা, আমাদের সবার বাবারা এবং আর্জেন্টিনা নিশ্চিত করো, যাতে আমরা জিততে পারি।”
স্বস্তিকার ওই স্ট্যাটাসে এক ভক্ত আবার মজার ছলেই লিখেছেন, ‘আর্জেন্টিনা জিতলে আপনাকে নীল-সাদা শাড়িতে দেখতে চাই।’ জবাবে প্রতিশ্রুতি দিয়ে স্বস্তিকা লিখেন, ‘ডান। প্রমিস করলাম, হয়ে যাক।’