• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী সুমাইয়া শিমু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩, ০৯:৩৪ এএম
যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী সুমাইয়া শিমু
যমজ সন্তান জন্ম দিয়েছেন অভিনেত্রী সুমাইয়া শিমু। ছবি: সংগৃহীত

টেলিভিশন নাটকে পরিচিত মুখ অভিনেত্রী সুমাইয়া শিমু। দুই দশক ধরে দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় নাটক। কয়েক বছর আগে পারিবারিকভাবে বিয়ে করে অভিনয়ে বিরতি দিয়েছেন তিনি। এবার দর্শক-ভক্তদের দিলেন এক খুশির খবর। প্রথমবার মা হলেন তিনি। রাজধানীর একটি হাসপাতালে যমজ সন্তান জন্ম দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। খবরটি নিশ্চিত করেছেন শিমু নিজেই।

এছাড়াও রোববার (১৯ নভেম্বর) এক ফেসবুক পোস্টে নির্মাতা চয়নিকা লেখেন, ‘আমাদের সুমাইয়া শিমু তার জীবনের সবচেয়ে মধুরতম অধ্যায়ে প্রবেশ করেছে। গত ৮ নভেম্বর যমজ পুত্র সন্তানের মা হয়েছে।’

মা হওয়ার অনুভূতি জানিয়ে সংবাদমাধ্যমকে শিমু বলেন, ‘‘আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। মা হওয়ার অনুভূতি আসলে অন্যরকম। এই অনুভূতি কেবল যারা মা হয়েছেন তারা ভালো বলতে পারেন। সবাই মিলে সুস্থ আছি এজন্য উপরওয়ালার কাছে কৃতজ্ঞতা।’’

অভিনেত্রী আরও বলেন,‘‘আমার দুই সন্তান আমার অস্তিত্ব,আমার ভালোবাসা।’’

অভিনেত্রী সুমাইয়া শিমু ও তার স্বামী নজরুল ইসলাম।  ছবি: সংগৃহীত

২০১৫ সালের ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নজরুল ইসলামের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন শিমু। এরপর থেকে অভিনয়ের কাজ অনেকটাই কমিয়ে দেন। ২০১৭ সাল থেকে রিলিফ ইন্টারন্যাশনাল-এর শুভেচ্ছা দূত হিসেবে কাজ শুরু করেন অভিনেত্রী সুমাইয়া শিমু।

Link copied!