• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

হাসপাতালে ভর্তি অভিনেত্রী শেহনাজ গিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩, ০৩:০৬ পিএম
হাসপাতালে ভর্তি অভিনেত্রী শেহনাজ গিল
বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী শেহনাজ গিলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৯ অক্টোবর) মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় এই অভিনেত্রীকে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শেহনাজ অভিনীত ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ সিনেমা কয়েক দিন আগে মুক্তি পেয়েছে। এ সিনেমার প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী শেহনাজ। প্রচার অনুষ্ঠানে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। মূলত ফুড পয়জনিং থেকে শেহনাজের পেটে সমস্যা দেখা দেয়। তবে এখন অনেকটা ভালো আছেন এই অভিনেত্রী।

এদিকে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে অভিনেত্রী ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে জানান, ফুড ইনফেকশন হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। এরপরই অভিনেত্রী ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে আরও বলেন, “আমি জানতাম লাইভে আসলে সহানুভূতি পাব আপনাদের। কিন্তু এটা আমি চাই না।” এ সময় সদ্য মুক্তিপ্রাপ্ত ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ সিনেমাটি সবাইকে দেখার জন্যও অনুরোধ করেন শেহনাজ।

Link copied!