ভারতে সাধারণ মানুষ থেকে শোবিজ ইন্ডাস্ট্রির তারকাসহ সবারই এখন একই প্রশ্ন। রাতের শহর কি তাহলে নারীদের জন্য নিরাপদ নয়? বৃহস্পতিবার (১৭ জুলাই) ভারতীয় টেলিভিশন পর্দার এক অভিনেত্রী নতুন করে এ প্রশ্নই তুলেছেন। তার অভিযোগ, ১৬ জুলাই দিবাগত রাতে দুই যুবক শ্লীলতাহানি করেছেন তাকে। এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে অনুযায়ী, টেলিপর্দার তারকাকে শ্লীলতাহানির ঘটনায় এরই মধ্যে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
অভিনেত্রীর অভিযোগ―১৬ জুলাই মধ্যরাতে শুটিং সেট থেকে বাসায় ফিরছিলেন। সঙ্গে তার চার বন্ধুও ছিল। তখন রাত প্রায় সাড়ে ৩টা। বন্ধুরা যাদবপুর কৃষ্ণা গ্লাসের সামনে চা খাওয়ার জন্য দাঁড়ান। ওই সময় দুই যুবক মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে আসেন এবং তাদের গালিগালাজ করেন। প্রতিবাদ করা হলে টেলি তারকাকে মারধর করা হয়।
এদিকে অভিযুক্তদের দাবি, তাদের দুজনকে অভিনেত্রীর বন্ধুরা মারধর করেছেন। তারা লিখিত অভিযোগ দিয়েছেন যাদবপুর থানায়। আর পুলিশ জানিয়েছে, দুই পক্ষই একে অপররের বিপক্ষে অভিযোগ জানিয়েছে। এ ব্যাপারে তদন্ত হচ্ছে।
অভিনেত্রী বলেছেন, আমরা ভালোভাবেই ওদের সঙ্গে কথা বলছলাম। কিন্তু দুই যুবক কিছুতেই তাদের আচরণ ঠিক করছিল না। তারা শ্লীলতাহানির চেষ্টা করেন। তখন সবাই এর প্রতিবাদ করা হয়। পরে পুলিশের গাড়ি পেট্রোলিংয়ে আসলে ঘটনাটি তারা দেখতে পেয়ে মদ্যপ দুই যুবককে থানায় নেয়। আর তারা আমাকে হুমকি দেয় যে, তারা থানা থেকে বেরিয়ে আমাদের দেখে নেবে। অ্যাসিড মারারও হুমকি দেয়।
এ ঘটনায় পুলিশ দুই পক্ষকেই বিষয়টি সমাধান করার পরামর্শ দিয়েছেন। কিন্তু অভিনেত্রী প্রথমে এফআইআর করেন। পরে অভিযুক্তরাও তারকার বন্ধুদের বিরুদ্ধে অভিযোগ জানায় থানায়।