• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ০২ জ্বিলহজ্জ ১৪৪৬

৭৪ বছরের রজনীকান্তের পারিশ্রমিক ২১৩ কোটি টাকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৮, ২০২৫, ১২:২০ পিএম
৭৪ বছরের রজনীকান্তের পারিশ্রমিক ২১৩ কোটি টাকা
অভিনেতা রজনীকান্ত। ছবি: সংগৃহীত

কিংবদান্তি অভিনেতা রজনীকান্ত। ভারতে হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার সিনেমাতেও দেখা গেছে তাকে। একজন বাস কন্ডাক্টর থেকে কিংবদন্তি অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে।

রজনীকান্ত তার ক্যারিয়ারে যেমন খ্যাতি কুড়িয়েছেন, তেমনি অঢেল সম্পদেরও মালিক হয়েছেন। ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদেরও একজন। তার পরবর্তী সিনেমা ‘কুলি’। এটি নির্মাণ করছেন লোকেশ কঙ্গরাজ।

এ সিনেমার পারিশ্রমিক নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছে। কিন্তু কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন ৭৪ বছরের রজনীকান্ত? পিঙ্কভিলাকে একটি সূত্র বলেন, “কুলি’ সিনেমার জন্য রজনীকান্ত ১৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২১৩ কোটি ৮৫ লাখ টাকা) আগাম পারিশ্রমিক নিয়েছেন। 

অন্যদিকে, পরিচালক লোকেশ কঙ্গরাজ ‘কুলি’ সিনেমার জন্য পারিশ্রমিক নিয়েছেন ৫০ কোটি রুপি। বাকি ১৫০ কোটি রুপি ব্যয় হচ্ছে সিনেমাটি নির্মাণের জন্য। প্রচার ও প্রকাশনা বাদে সিনেমাটির মোট বাজেট ৩৫০ কোটি রুপি। প্রচার-প্রকাশনার জন্য ব্যয় হবে ২৫ কোটি রুপি।”

‘কুলি’ সিনেমা ঝুঁকিমুক্ত প্রকল্প। তা জানিয়ে সূত্রটি বলেন, “কুলি’ ডিজিটাল প্লেয়ার থেকে ১৩০ কোটি রুপি, স্যাটেলাইট থেকে ৯০ কোটি রুপি, সংগীত থেকে ২০ কোটি রুপি আয় করেছে। মুক্তির আগেই যার মোট আয় ২৪০ কোটি রুপি। প্রেক্ষাগৃহ থেকে ১৩৫ কোটি রুপি আয় করতে হবে।”

অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘কুলি’ সিনেমায় আরো অভিনয় করছেন— নাগার্জুনা আক্কিনেনি, সত্যরাজ, উপেন্দ্র, শ্রুতি হাসান প্রমুখ। সিনেমাটিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে আমির খান ও পূজা হেগড়েকে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।

রজনীকান্ত অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভেট্টিয়ান’। অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিনেমা গত বছরের ১০ অক্টোবর মুক্তি পায়। ‘কুলি’ ছাড়াও ‘জেলার’ সিনেমার সিক্যুয়েলের কাজও হাতে নিয়েছেন রজনীকান্ত।

Link copied!