• ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২,

শাকিব-সোনালের ‘দরদ’ সিনেমার লুক প্রকাশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৩, ০৪:৪৫ পিএম
শাকিব-সোনালের ‘দরদ’ সিনেমার লুক প্রকাশ
‘দরদ’ সিনেমার লুক প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র শুটিং-এ ভারতের বেনারসে রয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। অনন্য মামুন পরিচালিত এ সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বাঁধবেন  
সোনাল চৌহান। শুক্রবার (২৭ অক্টোবর) প্রকাশ পেয়েছে ‘দরদ’ সিনেমার শুটিং এর শাকিব-সোনালের প্রথম লুক।

বাংলাদেশে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের তরফে প্রকাশিত এই লুকে একেবারেই অন্যরকম হয়ে ধরা দিয়েছেন শাকিব। তাঁর পরনে টি-শার্টের ওপর ক্যাজুয়াল শার্ট ও উষ্কখুষ্ক চুলে তার গলায় লকেট। আর শাড়িতে বাঙালি সাজে ধরা দিয়েছেন সোনাল। লুকটি প্রকাশের পর ভক্তদের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন এই অভিনেতা-অভিনেত্রী।

‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে শাকিব ছাড়াও শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেবের অভিনয়ের কথা রয়েছে।

শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমাটি নিয়ে এর আগে অনেক জল্পনা ছিল। অবশেষে বুধবার (২৪ অক্টোবর) রাতে মুম্বাইয়ের একটি হোটেলে ‘দরদ’র সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সব জল্পনা কল্পনার অবসান ঘটান শাকিব খান। এসময় তার সঙ্গে ছিলেন অভিনেত্রী সোনাল চৌহান। যিনি ইমরান হাশমির বিপরীতে ‘জান্নাত’ সিনেমার মাধ্যমে বেশ পরিচিতি লাভ করেন।  

আগামী বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ‘দরদ’ বাংলাসহ হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কর্নাটক এই ছয় ভাষায় ৩০টির বেশি দেশে মুক্তি পাবে।

Link copied!