• ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২, ১০ রবিউল আউয়াল ১৪৪৬

অভিনেত্রী ও গায়িকা জেন বার্কিন মারা গেছেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৩, ১২:৫৬ পিএম
অভিনেত্রী ও গায়িকা জেন বার্কিন মারা গেছেন

বিখ্যাত ব্রিটিশ অভিনেত্রী ও গায়িকা জেন বার্কিন মারা গেছেন। রোববার (১৬ জুলাই) প্যারিসে তার মৃত্যু হয়।

সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়, বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে জেন বার্কিনের মরদেহ। তার বয়স হয়েছিল ৭৬ বছর।  অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রেও তেমন তথ্যই জানানো হয়েছে। ২০২১ সালে স্ট্রোক করেছিলেনি বার্কিন। তারপর থেকেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন এ অভিনেত্রী।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বার্কিনকে একজন ‘ফরাসি আইকন’ ও ‘পূর্ণাঙ্গ শিল্পী’ আখ্যা দেন। ম্যাক্রোঁ বলেন, ‘‘তিনি আমাদের এমন সুর ও ছবি দিয়েছেন, যা কখনো ভোলা যাবে না।’’

জেন বার্কিন ১৯৪৬ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। জন্মসূত্রে ব্রিটিশ হলেও ফ্রান্সেই নিজের কর্মজীবনের সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন এ অভিনেত্রী। বার্কিন ফরাসি ভাষায় গান গেয়ে খ্যাতি পান। ১৯৭০-এর দশকে তিনি ফ্রান্সে স্থানান্তরিত হন।

অভিনয়, গান, ফ্যাশনের উৎসাহ ছাড়াও রাজনৈতিকভাবেও সজাগ ছিলেন জেন বার্কিন। এইডস নিয়ে সচেতনতা বাড়াতে দীর্ঘদিন ধরে কাজ করেছেন তিনি। এলজিবিটিকিউ গোষ্ঠীর সম-অধিকারের লড়াইয়েও আওয়াজ তুলেছিলেন তিনি। 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!