বলিউড মানেই টাকা ও ক্ষমতার খেলা। এসব থাকা মানেই স্বভাবতই লাগে নিরাপত্তা। বলিউড তারকাদের কাছে তাই ব্যক্তিগত সুরক্ষা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। অবশ্য সাধারণ মানুষের চেয়ে তারকাদের জীবনযাপন একটু ভিন্ন। রাত-দিন তাদের পিছু নেয় গণমাধ্যম। তাই তারকাদের জনসমাগমে যেতে হয় কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে। আর তাইতো বলিটাউনের প্রত্যেক তারকার রয়েছে ব্যক্তিগত দেহরক্ষী। যারা সারাক্ষণ ছায়ার মতো আগলে রাখেন সিনেস্টারদের। এই সুরক্ষা দেওয়া দেহরক্ষীদের দায়িত্ব যেমন অনেক, তেমনি তাদের পারিশ্রমিকও চড়া।
সম্প্রতি এক গণমাধ্যমে উঠে এসেছে বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকন ও আনুশকা শর্মার দেহরক্ষী সম্পর্কিত কিছু তথ্য।
বলিউড তারকা দীপিকা পাড়ুকনের ব্যক্তিগত দেহরক্ষীর নাম জালাল। অনেক বছর ধরে দীপিকার নিরাপত্তারক্ষী হিসেবে তিনি দায়িত্বরত। বছরে ১ কোটি ২০ লাখ রুপি পারিশ্রমিক এই জালালের।
এদিকে দীপিকার দেহরক্ষীর মতো সমপরিমাণ বেতন পান আনুশকা শর্মার নিরাপত্তারক্ষী সোনু। অবশ্য তার আসল নাম প্রকাশ সিংহ। অভিনেত্রী সপরিবারে বাইরে গেলে তার বর বিরাট কোহলিসহ এ তারকা দম্পতির একমাত্র কন্যা ভামিকার নিরাপত্তার দায়িত্বও পালন করেন প্রকাশ।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    


































