• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২,

সুনির্দিষ্ট অভিযোগে পরীমনির বাসায় র‌্যাবের অভিযান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ০৪:৪৯ পিএম
সুনির্দিষ্ট অভিযোগে পরীমনির বাসায় র‌্যাবের অভিযান

র‌্যাব সদরদপ্তর থেকে চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযান চালানো হচ্ছে। ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে এ অভিযান চালানো হচ্ছে বলে বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে।

বুধবার (৪ আগস্ট) বিকেলে পরীমনির রাজধানীর বনানীর বাসায় এ অভিযানে যান র‌্যাবের সদস্যরা। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বলেন, “সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।”

জানা গেছে, পরীমনির বাড়ির সামনে র‌্যাবের কয়েকটি টিম অবস্থান করছে। মোতায়েন করা হয়েছে র‌্যাব সদস্য। 

এর আগে ফেসবুক লাইভে পরীমনি বলেন, “পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি দরজা ধাক্কাচ্ছেন। তাদের কেউ সাদা পোশাকে, কেউ কালো পোশাকে আছেন। ভাঙচুর করছেন। খুব বাজে ব্যবহার করছেন। কোন থানা থেকে এসেছেন জানতে চাইলে, তারা কোনো থানার নাম বলতে চাইছেন না।”

এ সময় পরীমনি পুলিশের অসহযোগিতার অভিযোগ করেন। তিনি জানান, বনানী থানায় অভিযোগ করা হলেও পুলিশ সাহায্য করতে আসছে না।

Link copied!