বিগ বস থেকে পরিচিতি পাওয়া অভিনেত্রী আরশি খান আবারও আলোচনায়। এবার গুঞ্জন উঠেছে তার বিয়ে নিয়ে। শোনা যাচ্ছে তিনি শিগগিরই আফগানিস্তানের জাতীয় দলের পেসার আফতাব আলমকে বিয়ে করতে যাচ্ছেন। এমনকি আগামী বছরের ফেব্রুয়ারিতেই তাদের বিয়ে।
ভারতীয় টেলিভিশন এবং সিনেমায় অভিনয় করলেও আরশি খান আলোচনায় ছিলেন তার ব্যক্তিগত বিষয় নিয়ে। পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদির সঙ্গে তার সম্পর্ক ছিল এমন দাবি করেই তিনি মূলত আলোচনায় এসেছিলেন।এমনকি বিগ বস শোতে নিজের পরিচিতিমূলক ভিডিওতেও আফ্রিদিকে ‘মেহবুব’ বলে উল্লেখ করেছিলেন। সেই সময় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল।
বিনোদন ও ক্রিকেট মহলে গুঞ্জন চলছে আরশি খান এবং আফতাব আলমের সম্পর্ক। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে দুজন বেশ কিছুদিন ধরেই একসঙ্গে সময় কাটাচ্ছেন। তাদের বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা গেছে। আর এখন তারা বিয়ে করতে চাচ্ছেন। এমনকি দুই তারকার ঘনিষ্ঠরা বলছেন, দুজনেই সম্পর্ক এগিয়ে নিতে চান তাদের এবং বিয়ের বিষয়ে দুই পরিবারই জানে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কেউ মুখ খোলেননি।
সূত্র: জি নিউজ

































