• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২,
  • ২ জমাদিউস সানি, ১৪৪৭

২৩ বছর লিভ-ইনের পর তারকা জুটির বিয়ে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৯:৫৫ পিএম
২৩ বছর লিভ-ইনের পর তারকা জুটির বিয়ে

দীর্ঘ ২৩ বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর সাতপাকে বাঁধা পড়লেন হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় জুটি আশ্লেষা সাওয়ান্ত ও সন্দীপ বাসওয়ানা। গত ১৬ নভেম্বর বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।   

সোমবার (২৪ নভেম্বর) বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন সন্দীপ। তিনি লেখেন, মিস্টার অ্যান্ড মিসেস হিসেবে ঠিক এভাবেই আমরা নতুন এক অধ্যায়ে পা রাখলাম...। ঐতিহ্য আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছে। আশীর্বাদের জন্য আমরা কৃতজ্ঞ।

বিয়ে প্রসঙ্গে সন্দীপ বলেন, গত এপ্রিলে আশ্লেষা আর আমি বৃন্দাবন গিয়েছিলাম; সেখানে রাধা-কৃষ্ণের মন্দিরগুলোর সঙ্গে গভীর এক সংযোগ অনুভব করি। সেই সফরই আমাদের ২৩ বছর পর বিয়ে করার অনুপ্রেরণা দেয়। আমাদের বাবা-মা সবচেয়ে বেশি খুশি-তারা অনেক দিন ধরে এই মুহূর্তটির অপেক্ষায় ছিলেন। আমরা সবকিছু সহজ-সরল রাখতে চেয়েছি আর কৃষ্ণ মন্দিরে বিয়ে করার চেয়ে ভালো আর কী হতে পারে।

বিয়ের পর দারুণ আনন্দিত আশ্লেষা। এ অভিনেত্রী বলেন, অবশেষে আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পেরে ভীষণ আনন্দিত ও কৃতজ্ঞ।  

২০০২ সালে ‘কিউ কি সাস বি কাভি বহু থি’ ধারাবাহিকের শুটিং সেটে প্রথম দেখা সন্দীপ-আশ্লেষার। সেখান থেকেই প্রেম, অবশেষে পরিণয় পেল তাদের ভালোবাসা।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!