• ঢাকা
  • শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভালো ছেলে না পেলে বিয়েও করব না: পারসা ইভানা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০৯:১২ এএম
ভালো ছেলে না পেলে বিয়েও করব না: পারসা ইভানা

১৩ নভেম্বর ছিল পারসা ইভানার জন্মদিন। দিনটিতে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের অভিনন্দনে সিক্ত হন অভিনেত্রী। এরইমধ্যে সংবাদমাধ্যমের কাছে খুললেন ব্যক্তিগত জীবনের ঝাঁপি। জানালেন, ভালো ছেলে না পেলে বিয়ে করবেন না।

আপনি কেন প্রেম করেন না? নাকি সরাসরি বিয়ে করবেন? এমন প্রশ্নের জবাবে পারসা বলেন, আপাতত প্রেম-ট্রেমে নাই। আমি আসলে সরাসরি বিয়েটাই করব, যদি ভালো ছেলে পাই। আর যদি না পাই, তাহলে বিয়েও করব না। জীবনসঙ্গী তো ভালো হতে হবে, অনেস্ট হতে হবে। তাছাড়া বিয়ে করে লাভ আছে?

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা পারসা। এর আগে জানিয়েছিলেন সম্পর্কে থাকার কথাও। বলেছিলেন, একসময় আমি টানা সাড়ে ছয় বছরের রিলেশনে ছিলাম। পরে ব্রেকআপ হয়েছে। এখন কোনো চাপ নেই, শুধু কাজ নিয়েই ভাবতে চাই। যদিও মনে মনে একটি সম্পর্কে আছি, তবে সেটা বলতে চাই না। যার সঙ্গে সম্পর্ক সেও জানে কি না জানি না।

কয়েক বছর ধরেই ছোটপর্দায় ভীষণ জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। সম্প্রতি দেশের বাইরে থেকে নিয়ে এসেছেন অভিনয়ের ওপর প্রশিক্ষণ। এবার নতুন করে পথ চলা-ই তার স্বপ্ন। 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!