সংগীতপ্রেমীদের নাড়িয়ে দেওয়া এক চাঞ্চল্যকর ঘটনায় নতুন মোড় নিয়েছে জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যুর তদন্ত। এতদিন যেটিকে দুর্ঘটনা বলে মনে করা হচ্ছিল, সেটি আসলে একটি পরিকল্পিত হত্যা—এমনই বিস্ফোরক দাবি করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
গত সেপ্টেম্বরে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় রহস্যজনকভাবে প্রাণ হারান এই জনপ্রিয় শিল্পী। প্রথমে এটি একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা বলে ধরে নেওয়া হলেও, তদন্তের অগ্রগতিতে একের পর এক নতুন তথ্য প্রকাশ পাওয়ায় বিষয়টি ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের বলেন— “বিদেশে কোনো নাগরিকের মৃত্যুর ঘটনায় চার্জশিট দাখিলের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি প্রয়োজন। আমি ইতোমধ্যে অমিত শাহর সঙ্গে কথা বলেছি। আশা করছি দ্রুত অনুমতি মিলবে এবং ৮ ডিসেম্বরের মধ্যেই চার্জশিট দাখিল করা হবে।”
তিনি আরও জানান, বিশেষ তদন্তকারী দল (SIT) ইতোমধ্যেই ঘটনাটিকে ষড়যন্ত্রমূলক হত্যা হিসেবে ঘোষণা করেছে। মামলায় অপরাধমূলক ষড়যন্ত্র, অনিচ্ছাকৃত হত্যা, প্রতারণাসহ মোট ৬০টি ধারা যুক্ত করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ। তারা হলেন— জুবিনের ব্যান্ডের ড্রামার শেখরজ্যোতি গোস্বামী, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, আয়োজক শ্যামকানু মহন্ত, গায়িকা অমৃতপ্রভ মহন্ত এবং তার আত্মীয় এক পুলিশ কর্মকর্তা।
বর্তমানে তারা সবাই বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।
জুবিন গার্গের মৃত্যুর পর মুক্তি পায় তার শেষ ছবি ‘রই রই বিনালে’, যা দর্শকের ভালোবাসায় দারুণ সাফল্য পেয়েছে।
































