• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘প্রজাদের জান গেলে কী আসে যায়!’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৩:৩২ পিএম
‘প্রজাদের জান গেলে কী আসে যায়!’

দুই বছর আগে টানা দুই মাস মাঠে থেকে বন্যা দুর্গত মানুষের পাশে থাকা তরুণ গায়ক তাসরিফ দীর্ঘদিন পর আবার সিলেটে গিয়ে এবার এক ভিন্ন অভিজ্ঞতার মুখে পড়েছেন। ভ্রমণ শেষে ফেসবুকে লিখেছেন এক আবেগঘন পোস্ট, যার শিরোনামই যেন এক তীব্র প্রতিবাদ—

“প্রজাদের জান গেলে কী আসে যায়?”

তাসরিফ তার পোস্টে লিখেছেন, “ঢাকা–সিলেট মহাসড়ক একটা মহা অভিশাপের নাম। গত দুই দিনে যাওয়া–আসার পথে তিনটা জঘন্য অ্যাকসিডেন্ট দেখলাম। জানতেন? জানার কথা না, কারণ এখানে কোনো রাজা, মন্ত্রী বা সেনাপতি কিছু হয়নি—হয়েছে প্রজাদের!”

তাসরিফের লেখায় উঠে এসেছে সড়কের ভয়াবহ অব্যবস্থা আর প্রশাসনের প্রতি ক্ষোভ। তাঁর ভাষায়,

“রাজা–মন্ত্রী আসে, রাজা–মন্ত্রী যায়; সুযোগে যে যার আখের গোছায়। কে যাবে ক্ষমতায়, সেই কাড়াকাড়িতেই ব্যস্ত সবাই। প্রজাদের জান গেলে কী আসে যায়?”

তিনি আরও লিখেছেন, “দশকের পর দশক ধরে প্রতিদিন শত শত দুর্ঘটনা ঘটছে। কিন্তু কোনো দায়িত্বরত মন্ত্রীকে কখনো পদত্যাগ করতে দেখলাম না। দোষ চাপানো হয় গরিব ড্রাইভারের ওপর, আর লাশের ক্ষতিপূরণ হয় কেবল কাগজে টাকার অঙ্কে।”

শুধু সরকার বা প্রশাসন নয়, সমাজকেও দায়ী করেছেন এই সংগীতশিল্পী। তার মতে, “আমাদের ভাগ্যে এমনটাই থাকার কথা, কারণ আমরা নিজেরাই ৫০০–১০০০ টাকার বিনিময়ে ভোট দিয়ে ভাগ্যের চাবি তুলে দিই কিছু নির্লজ্জ ক্ষমতালোভীর হাতে।”

তাসরিফ ইসলামের ব্যান্ড ‘কুঁড়েঘর’ ২০১৬ সাল থেকে শ্রোতাপ্রিয়তা অর্জন করে আসছে। ব্যান্ডটির ‘মধ্যবিত্ত’ গানটি একসময় ভাইরাল হয়ে তাকে আলোচনায় আনে। এরপর ‘ময়নারে’, ‘সাত রাজার ধন’, ‘তাই তো আইলাম সাগরে’, ‘ব্যাচেলর’সহ বেশ কিছু গান তরুণ প্রজন্মের হৃদয়ে জায়গা করে নেয়।

Link copied!