বলিউডের ‘বাদশা’ এবার সত্যিই রাজা হয়ে ফিরলেন! নিজের ৬০তম জন্মদিনে ভক্তদের জন্য বিশাল চমক দিলেন শাহরুখ খান। জন্মদিনের দিনেই প্রকাশ করলেন তার নতুন সিনেমা ‘কিং’–এর টিজার, যা প্রকাশের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
‘কিং’-এর প্রথম ঝলকে একেবারে ভিন্ন রূপে হাজির হয়েছেন শাহরুখ। ট্যাটুতে মোড়া শরীর, চোখে কালো রোদচশমা, দাড়িতে রুপালি ছোঁয়া— যেন বয়স থেমে গেছে ৩০-এ। টিজারে তাকে বলতে শোনা যায়,
“কত খুন করেছি মনে নেই... শুধু শেষ মুহূর্তে দেখেছি, তাদের চোখে ছিল আমার জন্য ভয়।”
এই সংলাপেই যেন বোঝা যায়— ‘কিং’ হতে যাচ্ছে আরেকটি অ্যাকশন–থ্রিলার ব্লকবাস্টার।
টিজার প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ইউটিউবে ৩ কোটির বেশি ভিউ ছুঁয়েছে ভিডিওটি। নেটিজেনরা বলছেন, “এবার জওয়ানের রেকর্ড ভাঙবে,”
আবার কেউ লিখছেন, “২০২৬ হবে কিং-এর বছর!”
বাংলাদেশ থেকেও শাহরুখপ্রেমীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও উচ্ছ্বাসে ভরিয়ে দিচ্ছেন টাইমলাইন।
ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন জয়দীপ আহলাওয়াত, অরশাদ ওয়ারসি, সৌরভ শুক্লা, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন ও রাঘব জুয়াল।
বিশেষ উপস্থিতিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর ও রানি মুখার্জিকে।
সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি ‘পাঠান’ ও ‘ওয়ার’-এর মতো হিট অ্যাকশন ফিল্মের নির্মাতা। ‘কিং’ তার ক্যারিয়ারের সবচেয়ে উচ্চ বাজেটের প্রজেক্ট বলে জানা গেছে।
গল্পে থাকবে এক মেন্টর ও তার শিষ্যের বিপজ্জনক যাত্রা, যেখানে প্রতিশোধ, মৃত্যু ও পুনর্জন্ম মিলিয়ে তৈরি হবে চূড়ান্ত উত্তেজনার জগৎ। টিজারের শেষ সংলাপে শাহরুখের ঘোষণা, “কিং আসছে না... কিং আবার জন্ম নিয়েছে।”



































