• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

৬০ বছরে শাহরুখ: সিনেমার পর্দা থেকে মানুষের জীবনে প্রেরণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ১২:২৮ পিএম
৬০ বছরে শাহরুখ: সিনেমার পর্দা থেকে মানুষের জীবনে প্রেরণা

বলিউড কিং শাহরুখ খান আজ ৬০ বছরে পা রাখলেন। দুই হাত ছড়িয়ে সিনেমার পর্দায় নিজের ‘সিগনেচার পোজ’, রূপ ও সাবলীল অভিনয় দিয়ে তিনি যে আন্তর্জাতিক সমাদর অর্জন করেছেন, তা শুধু ভারত নয়, প্রতিবেশী দেশ বাংলাদেশেও তাকে এক ‘ঘরের মানুষ’ হিসেবে গ্রহণ করেছে।

শুরুর দিনগুলোতে, যখন বাংলাদেশের মফস্বল শহরে টেলিভিশন ছিল সীমিত এবং ডিশ অ্যান্টেনা বা স্যাটেলাইট সংযোগ সহজলভ্য হয়নি, তখনও বাঙালি দর্শকরা শাহরুখ খানের সিনেমা ও গানকে পর্দার ওপার থেকে নিজের করে নিয়েছিলেন। ‘হামকো হামিসে চুরালো’, ‘সুরাজ হুয়া মাধম’, ‘লাড়কি হায় আল্লাহ’—এসব জনপ্রিয় গান তখন ‘বেস্ট অফ শাহরুখ খান’ নামে স্থানীয় চ্যানেলগুলোতে প্রচারিত হতো।

শাহরুখের প্রভাব সীমাবদ্ধ ছিল না কেবল টেলিভিশন বা সিনেমা পর্যন্ত। ক্যাসেট, ভিসিআর, সিডি-ডিভিডি যুগেও তার জনপ্রিয়তা অটুট ছিল। পাড়ার ছোট ছোট দোকানে পাওয়া যেত তার ছবি সম্বলিত অডিও-ভিডিও কলোকশন। এমনকি খেলনা গাড়ি থেকে সেলুনের দেয়াল পর্যন্ত, শাহরুখের মুখ ও ছবি তখন স্থানীয় সংস্কৃতির অঙ্গ হয়ে গিয়েছিল।

শাহরুখের সিনেমার চরিত্র, গান ও স্টাইল শুধু বিনোদন নয়, মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলত। শৈশবের স্মৃতি থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের ফ্যাশন-প্রেরণা—সবক্ষেত্রেই তিনি ছিলেন ‘ফ্যাক্টর’। আরব সাগরের ওপারে বসে তিনি হয়তো জানতেন না যে, হাজার হাজার মাইল দূরের মফস্বল শহরে তার হাসিমুখ কত মানুষের জীবনকে আনন্দ, উদ্দীপনা এবং প্রেরণা জুগিয়েছে।

৬০ বছরে পা রাখা শাহরুখ খান আজও কেবল সিনেমার তারকা নয়, দক্ষিণ এশিয়ার কোটি মানুষের মনে ‘ঘরের মানুষ’ হিসেবে অমলিন স্থান করে আছেন।

Link copied!