'দঙ্গল' এবং 'সিক্রেট সুপারস্টার' খ্যাত সাবেক বলিউড অভিনেত্রী জাইরা ওয়াসিম নতুন জীবনের শুরু করেছেন, তবে এবার ক্যামেরার ফ্ল্যাশ নয়, বরং ব্যক্তিগত বিশ্বাস আর পারিবারিক বন্ধনে। ইনস্টাগ্রামে দীর্ঘ সময় পর ফিরে জাইরা জানালেন—তিনি বিয়ে করেছেন।
বিয়ের ঘোষণা দিয়ে জাইরা তার ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন। একটিতে দেখা যায়, তিনি কাবিননামায় স্বাক্ষর করছেন, হাতে শোভাময় মেহেদি আর পান্নার আংটি। অন্য ছবিতে তার বরকে পাশে নিয়ে চাঁদ দেখছেন তিনি। দু’জনের মুখই আড়াল করে তোলা ছবিতে দেখা যায়, জাইরার পরনে রয়েছে গাঢ় লাল দোপাট্টা, তাতে সোনালি জরির কাজ। বর পরেছেন ক্রিম রঙের শেরওয়ানি। ছবির ক্যাপশনে ছিল শুধুই একটি শব্দ—“কবুল”।
জাইরার এই নতুন অধ্যায়ের ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে ভক্তদের শুভেচ্ছায় ভরে উঠেছে কমেন্ট বক্স, অন্যদিকে কেউ কেউ তার সিদ্ধান্ত নিয়ে প্রকাশ করেছেন হতাশা ও ক্ষোভ। কেউ লিখেছেন, “ধর্মের নামে প্রতিভা নষ্ট করা হলো”, কেউ আবার বলেছেন, “এটাই মগজ ধোলাইয়ের চরম দৃষ্টান্ত।”
একসময় বলিউডের উদীয়মান প্রতিভা হিসেবে বিবেচিত জাইরা ২০১৯ সালে হঠাৎ করে চলচ্চিত্র জগত থেকে বিদায় নেন। নিজের ধর্মীয় বিশ্বাসের কারণে তিনি অভিনয় ছাড়ার ঘোষণা দেন, যা নিয়েও সে সময় ব্যাপক আলোচনা হয়। এরপর ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেন সোশ্যাল মিডিয়া থেকেও।
তবে এবার নিজের বিয়ের খবর দিয়ে আবারও আলোচনায় এলেন তিনি। যদিও কোনো বিতর্কের উত্তর দেননি জাইরা, তবে তার নীরবতাই যেন তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে।
উল্লেখ্য, জাইরা ওয়াসিম মাত্র ১৬ বছর বয়সে আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় গীতা ফোগাটের কিশোরী চরিত্রে অভিনয় করে রাতারাতি সবার মন জয় করেন। এরপর ‘সিক্রেট সুপারস্টার’ ও ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এ তার পারফরম্যান্স প্রশংসিত হয়।
আজ তিনি অভিনয়ের আলোয় নেই, কিন্তু ব্যক্তিগত জীবনের একটি নতুন পথচলায় যাত্রা শুরু করলেন। অভিনয়ের মঞ্চ থেকে বিদায় নিলেও, জাইরার জীবনের নাট্যপটে এখনও অনেক অধ্যায় বাকি।