• ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২, ২১ রবিউস সানি ১৪৪৭
জান্নাতুল সুমাইয়া হিমি

‘এক আন্টি বললেন, আমার হাজব্যান্ড তোমার নাটকের পাগল, সব নাটক দেখে ফেলেছে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ১১:৪৯ এএম
‘এক আন্টি বললেন, আমার হাজব্যান্ড তোমার নাটকের পাগল, সব নাটক দেখে ফেলেছে’

নামটি জান্নাতুল সুমাইয়া হিমি—টেলিভিশনের পর্দায় যার উপস্থিতি মানেই লাখো নয়, কোটি ভিউয়ের সম্ভাবনা। তবুও ‘ভিউ’ নয়, দর্শকের ভালোবাসাকেই সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন এই জনপ্রিয় অভিনেত্রী।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে নাটকের জনপ্রিয়তা নিয়ে হিমি বলেন, ভিউয়ের হিসেবটা আমি কখনোই মাথায় রাখি না। তবে অবাক লাগে যখন আশপাশের মানুষ জানতে চান—‘নতুন নাটক কবে আসছে?’ জিমে এক আন্টি আমাকে বললেন, ‘আমার হাজব্যান্ড তোমার নাটকের পাগল, সব নাটক দেখে ফেলেছে।’ এই যে মানুষের এমন অপেক্ষা—এটাই সবচেয়ে স্পেশাল।

হিমিকে প্রায়ই দেখা যায় হালকা ধাঁচের বা ফানি কনটেন্টে, যা ভাইরাল হয় সহজেই। তবে এর পেছনের বাস্তবতা তুলে ধরলেন তিনি নিজেই।
“এই প্রশ্নটা বারবার শুনি—আমি কেন ফানি বা কমেডি কনটেন্ট বেশি করি, সিরিয়াস গল্পে দেখা যায় না। কিন্তু আমি সব ধরনের কাজই করি। সিরিয়াস কাজগুলোতে অনেক পরিশ্রম, প্রস্তুতি ও চরিত্রের গভীরতা থাকে। অথচ, সেগুলোর তুলনায় ফানি কনটেন্টেই বেশি ভিউ হয়।”

হিমির ভাষায়, “সিরিয়াস কনটেন্টে আমরা অনেক কষ্ট করি। যখন দেখি, অপেক্ষাকৃত সহজ কাজই ভাইরাল হয়ে যায়, তখন একটু খারাপ লাগে। তবে আবার ভাবি—দর্শকের ভালোবাসা না পেলে তো এমন হতো না। তাই কৃতজ্ঞতা থাকেই।”

কেবল নাটক নয়, হিমির জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। তার নাটকের সংক্ষিপ্ত ক্লিপ, সংলাপ কিংবা হাসির দৃশ্যগুলো নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল।

এই তারকা অভিনেত্রী বলেন, “আমি চেষ্টা করি, চরিত্রটা যেমনই হোক, সেখানে নিজেকে সত্যি করে ফুটিয়ে তুলতে। দর্শক হয়তো সেই সততাটাই পছন্দ করেন।”

জান্নাতুল সুমাইয়া হিমি টেলিভিশন, ওয়েব ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে নিজের অভিনয় দক্ষতা দিয়ে জায়গা করে নিয়েছেন কোটি দর্শকের হৃদয়ে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!