• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

আর্মি অফিসারকে বিয়ে, প্রথমে অবাক হয়েছিলাম: গায়ক তানজীব সারোয়ার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ১০:৪৯ এএম
আর্মি অফিসারকে বিয়ে, প্রথমে অবাক হয়েছিলাম: গায়ক তানজীব সারোয়ার

জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজীব সারোয়ার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। কনে সাবা সানজিদা রহমান, যিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা।

গত শুক্রবার (১০ অক্টোবর) ঢাকার ক্যান্টনমেন্টের সিএসডি এলাকায় পারিবারিক আয়োজনে তাদের আংটি বদল অনুষ্ঠিত হয়। বিষয়টি শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে নিশ্চিত করেছেন তানজীব নিজেই।

তিনি বলেন, হ্যাঁ, আমাদের এনগেজমেন্ট হয়ে গেছে। অনুষ্ঠানটা ছিল একেবারে পারিবারিকভাবে, তাই অনেককেই জানাতে পারিনি। বিয়ের আনুষ্ঠানিক ঘোষণাটা পরে দিতে চাই, কারণ এখনো সাবার অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হয়নি।”=

কনে সম্পর্কে তানজীব বলেন, আমাদের সম্পর্কটা বেশ ব্যতিক্রম—ও একজন আর্মি অফিসার, আমি গায়ক। পৃথিবীর কোথাও এমন জুটি আছে বলে আমার জানা নেই। সত্যিই এটা খুবই ইউনিক একটা ব্যাপার।

জানা গেছে, সাবা সানজিদা রহমান সেনাবাহিনীর লং কোর্স সম্পন্ন করে বর্তমানে লেফটেন্যান্ট পদে কর্মরত। তার বাড়ি ঢাকার ওয়ারীতে, নানার বাড়ি সিলেটে।

তানজীব জানান, তাদের পরিচয় নতুন নয়— “ওর সঙ্গে আগেই পরিচয় ছিল। জানতাম সে এমআইএসটিতে পড়ে। পরে একদিন জানলাম সে আর্মিতে আছে। প্রথমে অবাক হয়েছিলাম, কিন্তু এখন এটা বেশ অন্য রকম এক অভিজ্ঞতা।”

উল্লেখ্য, তানজীব সারোয়ার ২০১১ সালে তার প্রথম অ্যালবামের মাধ্যমে সংগীতজগতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। এরপর একাধিক জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি তরুণ প্রজন্মের শ্রোতাদের কাছে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছেন।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!