সিলেটের শাহ জালাল দরগাহ শরীফের কবরস্থানে শায়িত হবেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সি বি জামান। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতার একমাত্র ছেলে সি এফ জামান। তিনি বলেন,‘আমাদের পরিবারে সদস্যদের কবর তো সিলেটের শাহ জালাল দরগাহ শরীফের কবরস্থানে হয়, সেভাবেই ব্যবস্থা করা হচ্ছে।’
শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন সি বি জামান । তিনি হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাজধানীর একটি হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন। তিনি হার্ট অ্যাটাকের পাশাপাশি কিডনি ফেইলরও হয়। সবমিলিয়ে জটিল সমীকরণে চলে যান এই গুণী নির্মাতা।
প্রসঙ্গত, সি বি জামান তাঁর দীর্ঘ ক্যারিয়ারে ‘ঝড়ের পাখি’, ‘উজান ভাটি’, ‘পুরস্কার’সহ বেশ কয়েকটি প্রশংসিত চলচ্চিত্র নির্মাণ করেছেন।


































