• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

সমালোচকদের ভালোবাসা জানালেন পরীমণি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ০১:০২ পিএম
সমালোচকদের ভালোবাসা জানালেন পরীমণি

দেশের আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা পরীমণি। তার যেমন অগণিত ভক্ত আছে, তেমন সমালোচনাকারীর সংখ্যাও কম নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে যার অহরহ প্রমাণ পাওয়া যায়। 

তবে সমালোচনাকারীদের প্রতি ক্ষোভ নেই পরীমণির। সে রকম ইঙ্গিত পাওয়া গেল ফেসবুকে প্রকাশিত ছবির ক্যাপশনে। ফেসবুক চেক ইন অনুযায়ী পরী এখন দুবাইয়ে অবস্থান করছেন। সেখানে প্রমোদতরিতে বসে কয়েকটি ছবি তোলেন। সেগুলো প্রকাশ করে ক্যাপশনে লেখেন, “হে সমালোচনাকারী, ভালোবাসা নাও।”

May be an image of 1 person and outdoors

ছবির মন্তব্যের ঘরে পরীর অনেক অনুরাগী ভালোবাসা জানালেও, নেতিবাচক মন্তব্যের সংখ্যা ছিল বেশি। যদিও সেসব গায়ে মাখছেন না তিনি। 

কদিন আগে প্রতিষ্ঠিত ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ, ব্যক্তিগত সহকারী অমিসহ কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন নায়িকা। 

Link copied!