• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

সন্তানের আকিকা দিলেন রাজ-পরী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২২, ০১:৩৭ পিএম
সন্তানের আকিকা দিলেন রাজ-পরী

পুত্রসন্তান জন্মের পাঁচ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন চিত্রনায়িকা পরীমনি। বাসায় ফিরে প্রথমে ধর্মীয় বিধান অনুসারে দুটি ছাগল জবাই করে নবজাতকের আকিকাও সম্পন্ন করেছেন তিনি।

বুধবার (১৭ আগস্ট) দেওয়া হয় আকিকা। তথ্যটি ফেসবুকে নিশ্চিত করেছেন পরীমনির মিডিয়ার ‘মা’ চয়নিকা চৌধুরী। এ সময় তিনি পরীমনি-রাজ ও তাদের সন্তানের একসঙ্গে তোলা ছবি প্রকাশ করেন।

চয়নিকা ফেসবুকে লিখেছেন, “অনেক অনেক আশীর্বাদ রাজ্য তোমার জন্য। মায়ের মতো সাহসী আর সুন্দর মনের মানুষ হও, নিরাপদে থেকো। আর বাবার মতো সাহসী প্রেমিক ও কেয়ারিং হও। এই প্রার্থনা। নানিমাকে কিন্তু ভুলে যেও না! হুম! আদর আদর আদর।”

বুধবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নবজাতকের জন্ম দেন তিনি। এর আগে গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে।

 

Link copied!