ওয়েব মাধ্যমের জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলার বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ আনলেন তার স্ত্রী মাহা শিকদার। এক ফেসবুক পোস্টে, তিনি জানান ‘ন ডরাই’ খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শ্যামল।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) মাহা তার নিজের ফেসবুকে লেখেন, “সুনেরাহ বিনতে কামাল। কারও সংসার নষ্ট করার আগে ভাবা উচিৎ আপনিও একজন মেয়ে।”
মাহমুদ দিদার পরিচালিত ‘পঁচিশ’ ওয়েব সিরিজে একসঙ্গে অভিনয় করেন শ্যামল ও সুনেরাহ। ধারণা করা হচ্ছে, এই সিরিজটিতে কাজের সূত্র ধরেই প্রেমের সম্পর্ক জড়িয়েছেন তারা। এর আগেও একাধিক অভিনেত্রীর সঙ্গে শ্যামলের ঘনিষ্ঠতার গুঞ্জন রটেছিল মিডিয়া পাড়ায়।
২০২০ সালের ১০ অক্টোবর মাহার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শ্যামল মাওলা। দীর্ঘ দিনের বন্ধু ছিলেন তারা। শ্যামলের দ্বিতীয় স্ত্রী মাহা। এর আগে তিনি ঘর বেঁধেছিলেন নন্দিতার সঙ্গে। তাদের সংসারে তিন বছরের একটি পুত্রসন্তান রয়েছে।