• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

শিশু-কিশোরদের জন্য নির্মিত হচ্ছে ‘বিটিএস গার্ল’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ০৯:৩৬ পিএম
শিশু-কিশোরদের জন্য নির্মিত হচ্ছে ‘বিটিএস গার্ল’
‘বিটিএস গার্ল’ চলচ্চিত্রের মহড়া, ছবি: শরিফ হোসাইন আসিফ

শিশু-কিশোরদের জন্য নির্মিত হচ্ছে চলচ্চিত্র‘বিটিএস গার্ল’। ছবিটি পরিচালনা করবেন নির্মাতা অনার্য মুর্শিদ।

আগামী রোববার (২৯ আগস্ট) থেকে চলচ্চিত্রটির শুটিং (ডেমো) শুরু হবে বলে জানান পরিচালক। চলচ্চিত্রটি প্রযোজনা করছে সিনেহাট সিনেহাট এবং মোশন বাংলা। চলচ্চিত্রটির অ্যাক্টিং ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন নাট্যকার মামুনুর রশীদ।

প্রধান চরিত্রে অভিনয় করবেন শিশুশিল্পী নায়লা তাজওয়ার স্ফিয়েতা। ডিওপি ও চিত্রগ্রহণের দায়িত্ব পালন করবেন মুজিবর রহমান খান। শব্দ পরিকল্পনা করছেন রবিউল ইসলাম শশী। প্রোডাকশান ডিজাইনার এবং সম্পাদক হিসেবে কাজ করছেন লায়লা ফেরদৌসী।

চলচ্চিত্রটির প্রযোজক সাজেদুল আজাদ বলেন, শিশু-কিশোরদের জন্য আমাদের দেশে চলচ্চিত্র নির্মাণ হয় না বললেই চলে। হয়ত অনেকের কাছে এটা অলাভজনক মনে হতে পারে কিন্তু আমার মনে হয়েছে এখানেও চাইলে লাভ বের করা সম্ভব। কারণ, ভিজ্যুয়াল কন্টেন্টের বড় ভোক্তা কিন্তু শিশু কিশোররাই। লাভ না হলেও কাজটা কাউকে না কাউকে করা উচিত। এই চলচ্চিত্রের অন্তরালে বড়দের পাশাপাশি শিশুরাও কাজ করছে। আমি তাদের পরিশ্রম ও সততায় মুগ্ধ। স্পন্সরশিপ পেলে ২০২২ সালের শুরুতেই আমরা চলচ্চিত্রটি মুক্তি দিতে পারব বলে আশা করছি।
 

Link copied!