বিয়ের সানাই বেজে গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভিকি কৌশলের গলায় মালা পরাবেন ক্যাটরিনা কাইফ। তাদের বিয়ের পোশাকও তৈরি করে ফেলেছে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জি।
জানা গেছে, রাজস্থানের সাওয়াই মাধোপুরে হবে বিয়ে। বিয়ের লোকেশন বারওয়ারার সিক্স সেন্স দুর্গ। ১৪ শতাব্দীর দুর্গটি অভয়ারণ্য ও স্পাতে রূপান্তরিত হয়েছে। কিন্তু এত জায়গা থাকতে কেন বিয়ের জন্য রাজস্থানকেই বেছে নিলেন ক্যাটরিনা—এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্যাটের অনুরাগীদের।
এর পেছনে অবশ্য কারণও আছে। মূলত ক্যাটরিনার ইচ্ছাতেই রাজস্থানের দুর্গে বিয়ে হবে। এই বলিউড অভিনেত্রীর ঘনিষ্ঠজনের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বিয়ে নিয়ে অনেক দিনের স্বপ্ন ক্যাটরিনার। জাঁকজমক করে বিয়ে করতেই চেয়েছিলেন তিনি। বিয়ে করতে চেয়েছেন মহারানিদের মতো। ফলে রাজস্থান। এই রাজ্যের নামের মধ্যেই রয়েছে রাজকীয় ব্যাপার।
বিয়েতে মহারানিদের মতোই ভারী গয়না পরবেন ক্যাটরিনা। রাজস্থানের সংস্কৃতি বরাবরই আকর্ষণ করে অভিনেত্রীকে। কয়েক বছর আগে রাজস্থানে অনুষ্ঠিত একটি বিয়েতে গিয়েছিলেন ক্যাট। সেই বিয়ে দেখে কিছুতেই ভুলতে পারেননি তিনি। তখন থেকেই মনে মনে ঠিক করে রেখেছিলেন, বিয়ে করলে রাজস্থানের পরিবেশেই করবেন। জানিয়েছেন ক্যাটরিনার ঘনিষ্ঠ।
ভিকি-ক্যাটরিনা যেখানে বিয়ে করছেন, সেই দুর্গটির মালিকানা ছিল রাজস্থানের রাজ পরিবারের। তাদের মালিকানায় ছিল একটি প্রাসাদ ও দুটি মন্দির। এই তিনটি স্থাপত্যই দুর্গে অবস্থিত। দুর্গে পা রাখলেই ৭০০ বছর পিছিয়ে যাবেন যে কেউ। সেই রাজকীয় পরিবেশেই চার হাত নাকি এক হতে চলেছে ভিকি ও ক্যাটরিনার।
ভিকির সঙ্গে সম্পর্কের আগে রণবীর কাপুরের সঙ্গে দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেছেন। তারা বিয়ে করবেন—এমনটা শোনা গেলেও তা হয়নি। দুজনের পথ আজ দুদিকে। তারও আগে সালমানের সঙ্গে প্রেম ছিল ক্যাটরিনার। সেটিও টেকেনি।