• ঢাকা
  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২, ২৩ রবিউস সানি ১৪৪৭

মুন্সিগিরি: ট্রেলারেই জমজমাট রহস্যের আভাস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১, ১২:৪৫ পিএম
মুন্সিগিরি: ট্রেলারেই জমজমাট রহস্যের আভাস

এপার বাংলার গোয়েন্দা মাসুদ মুন্সিকে পরিচয় করিয়ে দিতেই প্রকাশ পেল ‘মুন্সিগিরি’ ওয়েব সিনেমার ট্রেলার। প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।

ট্রেলারে দেখা গেছে—একেবারেই সাদামাটা, সাবেকি অথচ প্রখর দৃষ্টিশক্তিসম্পন্ন বাংলাদেশি গোয়েন্দা কর্মকর্তা মাসুদ মুন্সিকে। একটি খুনের রহস্য আর জট খোলার প্রচেষ্টায় মত্ত তিনি। আর এ রহস্য যেন জড়িয়ে আছে কোনো এক উপন্যাসের সঙ্গে। এর পুরোটা জানা যাবে ৩০ সেপ্টেম্বর। ওইদিন ওয়েব প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে কনটেন্টটি।

ওয়েব সিনেমাটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী। এতে নামভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এছাড়া এতে অভিনয় করেছেন পূর্ণিমা, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, আহসান হাবিব নাসিম আর মুন্সির স্ত্রীর চরিত্রে শবনম ফারিয়া।

কথাসাহিত্যিক শিবব্রত বর্মনের ‘মৃতেরাও কথা বলে’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি।

ট্রেলার দেখুন:

 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!