• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

ভালোবাসা দিবসে দুই বাংলায় শান্ত- কৌশানীর ‘প্রিয়া রে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২১, ০৩:৩৯ পিএম
ভালোবাসা দিবসে দুই বাংলায় শান্ত- কৌশানীর ‘প্রিয়া রে’

বাংলাদেশের সিনেমায় এই প্রথম কাজ করছেন কৌশানী মুখার্জি। ছবিটির নাম ‘প্রিয়া রে’। পূজন মজুমদার পরিচালিত এই ছবিতে কৌশানীর নায়ক শান্ত খান। ছবিতে ওপার বাংলার খরাজ মুখোপাধ্যায় আর রজতাভ দত্তকেও অভিনয় করতে দেখা যাবে।

গত ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে চাঁদপুরের পল্লীতে অবস্থান করছেন। আগামী ৬ অক্টোবর পর্যন্ত তারা চাঁদপুরে অবস্থান করে বিভিন্ন উল্লেখযোগ্য শুটিং স্পটে শুটিং করবেন।

বাংলাদেশের সিনেমায় প্রথম কাজ প্রসঙ্গে কৌশানী বলেন, “এই সিনেমা (প্রিয়া রে) দিয়ে বাংলাদেশে আমার প্রথম কোনো সিনেমায় কাজ করা। এ সিনেমায় আমার নাম ‘প্রিয়া’। এটি একটি রোমান্টিক ছবি। আমি একজন ঘরোয়া মেয়ে। বাবা-মায়ের একমাত্র মেয়ে। সেই আদর থেকেই প্রেমের অধ্যায়টা জীবনে শুরু হওয়া। আশা করছি এই সিনেমাটির মাধ্যমে বাংলাদেশের সবার মন জয় করতে পারব।”

শান্ত খানকে নিয়ে তিনি বলেন, “শান্ত আমার সহশিল্পী। তার সাথে বেশ মজা করে কাজটি করছি। তাছাড়া তিনি কাজের ব্যাপারে ভীষণ সিরিয়াস। আমার বিশ্বাস আমাদের জুটির ভালো একটা কাজ হচ্ছে।”

এদিকে শান্ত খান বলেন, “আমি একঘেয়েমি থেকে বেরিয়ে এসে প্রত্যেকটা চরিত্র করতে চাই। শুধু অ্যাকশন হিরোর চরিত্রে সীমাবদ্ধ থাকতে চাই না। শাপলা মিডিয়ার প্রযোজনায় আমি এ সিনেমায় একজন রাখালের চরিত্রে অভিনয় করছি। খুবই ভালো একটি গল্প। আমার চরিত্রের নাম ‘নূর’। কৌশানীর সঙ্গে এটিই আমার প্রথম কাজ। যদিও এরপর ‘সোলজার’ নামের আরও একটি ছবিতে আমরা দুজনে ভারতে অভিনয় করব।”

Link copied!