• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২, ১২ সফর ১৪৪৬

বলিউড ভাইজানের জন্মদিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১, ০২:০৩ পিএম
বলিউড ভাইজানের জন্মদিন

বলিউডের সুপারস্টার-ভাইজান খ্যাত সালমান খানের জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে তার জন্ম। বাবা নামকরা চিত্রনাট্যকার সেলিম খান ও মা সালমা খানের বড় সন্তান তিনি। ৫৭ বছরে পা দেয়া চিরকুমার এই অভিনেতা ক্যারিয়ারের শুরু ভারতীয় চলচিত্রে দাপুট দেখিয়ে আসছেন।

বলিউডের জনপ্রিয় তিন খানের একজন সালমান খান। নানা নামে তার পরিচিতি। কখনো ভাইজান- কখনো বা সাল্লু কিংবা চিরসবুজ প্রেমিক।

১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক। ছবিটিতে সালমান খান ছিলেন একটি পার্শ্বচরিত্রে। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমায় পূর্ণ নায়ক হয়ে পর্দায় আসেন মি. খান। রাতারাতি পেয়ে যান তারকাখ্যাতি।

আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। স্টার থেকে হতে থাকেন সুপারস্টার। প্রতিবছরেই গড়তে নতুন নতুন রেকর্ড।

চলচ্চিত্রের ক্যারিয়ারের মতো তার প্রেমিকাদের তালিকাও বেশ দীর্ঘ। ঐশ্বরিয়া, ক্যাটরিনা, জ্যাকুলিনসহ হাল আমলের ইউলিয়া ভানতুরের সঙ্গে প্রেম গুঞ্জন ভেসেছেন এই সুপারস্টার।

আলোচনায় ছিলেন শ্যুটিংয়ে গিয়ে হরিণ শিকার করে। বিষয়টি মামলা ছাড়াও জেলও খাটতে হয় তাকে।

সবকিছু ছাপিয়ে তিনি ভাল মানুষও বটে। অসহায়ে সাহায্যের হাত বাড়িয়েও মানবতার উদাহরণ হওয়া এক অভিনেতার নাম সালমান খান।

Link copied!