• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬

বলিউডে পা রাখছেন সাইফপুত্র ইব্রাহিম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২১, ০৪:০১ পিএম
বলিউডে পা রাখছেন সাইফপুত্র ইব্রাহিম

বলিউডে পা রাখছেন সাইফ আলি খানের বড় ছেলে ইব্রাহিম আলি খান। বাবার কার্বন কপি ইব্রাহিম কবে বলিউডে অভিনয় শুরু করবেন সে প্রতীক্ষাতেই ছিল নেটনাগরিকরা। অবশেষে মিটতে চলেছে অপেক্ষা। বলিউডে আসছেন ইব্রাহিম। তবে অভিনয় করতে নয়। আপাতত পর্দার পেছনেই কাজ করে হাত পাকাতে চান সাইফ পুত্র।

ইব্রাহিমের অভিষেকের বিষয়ে সাইফ আলি খান জানিয়েছেন, করণ জোহরের সহকারী হিসাবে কাজ করতে যাচ্ছে ইব্রাহিম। বর্তমানে রণবীর সিং এবং আলিয়া ভাটকে নিয়ে ‘রকি আর রানী কি প্রেম কাহানি’ সিনেমার শুটিং করতে যাচ্ছে করণ। এই সিনেমার সহকারী পরিচালক হিসাবে কাজ করবে ইব্রাহিম।

সিনেমাটির শুটিং সেট তৈরি। যে কোনো সময় শুরু হবে দৃশ্যধারণ। প্রথম শিডিউলের শুটিং শুরুর আগে প্রত্যেকেই নিজের মতো করে প্রস্তুতি সেরেছেন। শোনা যাচ্ছে এই সিনেমার মাধ্যমে দীর্ঘ ১৫ বছর পরে অভিনয়ে ফিরতে চলেছেন গুণী অভিনেত্রী জয়া বচ্চন।

করণ পরিচালিত শেষ সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি পায় ২০১৬ সালে। অনুশকা শর্মা, রণবীর কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন, ফাওয়াদ খান অভিনয় করেছিলেন সিনেমাটিতে।  

গত বছর রণবীর সিং, করিনা কাপুর, আলিয়া ভাট, ভিকি কৌশল, ভূমি পেডেনকর, জাহ্নবী কাপুর, অনিল কাপুরকে নিয়ে ‘তখত’ সিনেমার ঘোষণা দেন করণ। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সিনেমাটির কাজ পিছিয়ে যায়।  

গত পাঁচ বছর সিনেমা নির্মাণ না করলেও প্রযোজনায় যুক্ত ছিলেন করণ। অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ অভিনীত ‘সূর্যবংশী’, রণবীর কাপুর, অমিতাভ বচ্চন, আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ প্রযোজনা করছেন তিনি।  

Link copied!