• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

বলিউডে অভিনয়ের প্রস্তাব ফেরালেন মিম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০১:০৪ পিএম
বলিউডে অভিনয়ের প্রস্তাব ফেরালেন মিম

বলিউডে বাংলাদেশি অভিনয়শিল্পীদের কদর নেই বললেই চলে। এমন অনেক শিল্পী আছেন যারা সেখানকার সিনেমায় অভিনয়ের জন্য উন্মুখ হয়ে থাকেন। যদিও তা যেন সোনার হরিণ।

তবে এবার বলিউডের সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়ে ফিরিয়ে দিলেন বিদ্যা সিনহা মিম। কারণ জানালেন এই অভিনেত্রী নিজেই।

মিম বলেন, “ঈদের আগে একটি মেইল পাই। এরপর সেক্রেড গেমস, দেব ডি, ছপাকখ্যাত কাস্টিং ডিরেক্টর গৌতম কিষান চন্দানির সহযোগী কাস্টিং ডিরেক্টর সোফিয়া খান আমার সঙ্গে কথা বলেন। আমার চরিত্রটি সম্পর্কে বিস্তারিত জানান। গল্পটি পড়ার পর দেখি, এটা পলিটিক্যাল জনরার গল্প। গল্পে বাংলাদেশকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। বাংলাদেশের রাজনীতি এবং আরও কিছু বিষয়ে সঠিকভাবে না জেনে গল্পটি তৈরি করা হয়েছে। সবকিছু ভেবে মনে হয়েছে, এ ধরনের ভুল উপস্থাপনের কোনো কিছুতে আমার যুক্ত হওয়াটা ঠিক হবে না। আমার পরিচিত কয়েকজনের সঙ্গেও বিষয়টি নিয়ে আলাপ করলে তারাও একই মত দেন। এরপর বিনয়ের সঙ্গে আমি তাদের না করে দিই।”

ছবিটি পরিচালনা করার কথা ছিল বিশাল ভরদ্বাজের। তার মতো একজন বড় মাপের পরিচালককে ‘না’ বলায় খারাপ লাগলেই নিজের সিদ্ধান্তকে সঠিক মনে করছেন মিম। তিনি বলেন, “প্রথমবার বলিউডের কোনো সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলাম, কিন্তু করতে না পারার একটা দুঃখবোধ তো আছেই। তবে এর চেয়ে আরও ভালো কোনো গল্পে হয়তো সামনে সুযোগ আসবে।”

এদিকে মিম দেশের বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন। এরমধ্যে তিনি অংশ নিয়েছেন ‘অন্তর্জাল’ সিনেমার শুটিংয়ে। এছাড়া আরও বেশকিছু সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয়ের কথা চলছে তার।

Link copied!