কামার আহমাদ সাইমন পরিচালিত ‘নীল মুকুট’ চলচ্চিত্রটি ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে মুক্তি পাবে—খবরটি জানা গিয়েছিল গেল মাসে। গণমাধ্যমকে ছবির পরিচালক জানিয়েছিলেন, কোনো আন্তর্জাতিক উৎসব নয়, চলচ্চিত্রটি সবার আগে দেখবে বাংলাদেশের দর্শকরা। কিন্তু করোনা পরিস্থিতিতে দেশের প্রেক্ষগৃহগুলো বন্ধ হয়ে যাওয়ায় স্থগিত হয়ে যায় সিনেমাটির মুক্তি।
কিন্তু করোনার কারণে গত বছরের ২৭ মার্চ ছবিটির মুক্তি বাতিল হয়ে যায়। এরপর কয়েকবার চেষ্টা করেও ছবিটি মুক্তি দেওয়া যায়নি। শেষে এগিয়ে আসে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘চরকি’। নিজস্ব প্ল্যাটফর্মে ছবিটি মুক্তির ঘোষণা দেয় তারা। তবে আগস্টে মুক্তির কথা জানালেও তারিখ জানানো হয়নি তখন।
এবার জানা গেল প্রতীক্ষিত সিনেমাটির মুক্তি তারিখ। ‘চরকি’র পক্ষ থেকে জানানো হয়েছে, “নির্মাতার জন্মদিনে নীল মুকুট আসছে ৮ আগস্ট। কামার আহমাদ সাইমন পরিচালিত ডকু-ড্রামা নীল মুকুট। দেখা যাবে শুধু চরকিতে।”
‘নীল মুকুট’ ছবির দৈর্ঘ্য প্রায় ১০০ মিনিট, যার মধ্যে ৬৫ মিনিটের শুটিংই হয়েছে অর্ধেক পৃথিবী দূরের দেশ হাইতিতে। প্লেনে একটা কান্না অনুসরণ করতে গিয়েই ‘নীল মুকুট’ ছবির জন্ম হয়েছে বলে জানা গেছে পরিচালকের তরফ থেকে।
‘শুনতে কি পাও!’ প্রামাণ্যচিত্র দিয়ে পরিচালনায় আসেন সাইমন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি বিদেশেও অনেক পুরস্কার অর্জন করেছেন তিনি। মুম্বাই চলচ্চিত্র উৎসবে চিত্রগ্রাহক হিসেবেও পুরস্কৃত হয়েছেন তিনি। নির্মাতার আরেক ছবি ‘শিকলবাহা’ও আছে মুক্তির অপেক্ষায়।