ফের বিয়ে করতে চলেছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসি। জানা গেছে, সেপ্টেম্বরে বিয়ে করবেন তিনি। এখন চলছে বিয়ের প্রস্তুতি।
গণমাধ্যমকে ন্যানসি বলেন, “সবাই আমার বিচ্ছেদ নিয়ে পড়ে আছেন। কিন্তু আমি তো সামনে তাকাতে চাই। বিয়েটাও তো মধুর কিছু। আশা করছি সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছি।”
তিনি জানান, আগস্টেই বিয়ে করতেন। কিন্তু শোকের মাস হওয়ায় সেপ্টেম্বরেই বিয়ে করবেন ন্যানসি। বিয়ে নিয়ে আক্ষেপ ও মজার ছলে তিনি আরও বলেন, “আমার এর আগে বিয়ে হয়েছে, কিন্তু মেহেদি দেওয়া হয়নি। যেহেতু এবার দানে দানে তিন দান, তাই বিয়ের সব আয়োজন রাখব কিনা ভাবছি। মেহেদি, প্রি ও পোস্ট ওয়েডিং—সব কিছু। আমি জীবন নিয়ে নতুন করে ভাবতে চাই। পেছন ফিরে তাকাতে চাই না।”
ন্যানসির দ্বিতীয় স্বামী জায়েদের সঙ্গে বিচ্ছেদ সম্পন্ন হয়েছে সম্প্রতি। এবার তৃতীয়বারের মতো বিয়ে করছেন তিনি।