• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২, ২২ রবিউস সানি ১৪৪৭

টিকটকার অপু ভাই ওয়েব সিরিজে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২১, ১১:৩৫ এএম
টিকটকার অপু ভাই ওয়েব সিরিজে

অনলাইন প্ল্যাটফর্ম টিকটকের জনপ্রিয় এক নাম অপু ভাই। একই সঙ্গে তিনি আলোচিত ও সমালোচিত। টিকটক করতে গিয়ে কারাগারেও যেতে হয়েছে তাকে। এবার এই বিতর্কিত টিকটকারকে নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করতে চলেছেন আরেক বিতর্কিত চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন।

ওয়েব সিরিজটির নাম ‘সিনিয়র ভার্সেস জুনিয়র’। এতে অপু ভাইয়ের চরিত্রের নাম আলিয়ান। এই চরিত্রের জন্য অপুকে তৈরি করা হচ্ছে। তার লুকে পরিবর্তন আনা হয়েছে। নতুন এই অপুকে দেখে অবাক না হয়ে উপায় নেই। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় অপুর লুক প্রশংসিত হচ্ছে।

নতুন লুকে অপুর ছবি ফেসবুক ওয়ালে শেয়ার করে পরিচালক অনন্য মামুন লিখেছেন, “কে কীভাবে নিবেন আমি জানি না, তবে মানুষের চেষ্টাকে আমি সম্মান করি। যার চেষ্টা আছে আমি তাকে সাহায্য করি। সিনিয়র ভার্সেস জুনিয়র ওয়েব সিরিজে আপনাদের সামনে অপু ভাই আসবে আলিয়ান হয়ে। এক মাস অভিনয়ের প্রশিক্ষণ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন অপু।”

মামুন আরও জানান, আগামী ২০ সেপ্টেম্বর থেকে ‘সিনিয়র ভার্সেস জুনিয়’-এর শুটিং শুরু হতে যাচ্ছে। এতে একঝাঁক নতুন শিল্পীদের দেখা যাবে।

এর আগে একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত আদনান আল রাজীবের ‘ইউটিউমার’ ওয়েব সিরিজে এক ঝলক দেখা গিয়েছিল অপু ভাইকে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!