জামিন পেলেন না মাদক মামলায় গ্রেপ্তার বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। আরিয়ান, মুনমুনসহ অন্য অভিযুক্তদের হেফাজতে রাখার আর্জি খারিজ করে দিয়ে তাদের ১৪ দিনের জেলে থাকার নির্দেশ দিয়েছেন আদালত।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, জামিনের জন্য তাদের মাদকসংক্রান্ত বিশেষ আদালত এনডিপিএসে যেতে হবে। আরিয়ানের জামিনের শুনানি আগামীকাল বেলা ১১টা নাগাদ হবে। কোভিড নিয়মাবলির জন্য বৃহস্পতিবার এনসিবির দপ্তরেই রাত কাটাবেন আরিয়ান। পরিবারের কারও সঙ্গে তিনি দেখা করতে পারবেন না। তবে এনসিবির কোনো কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন না।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মুম্বাইয়ের কিলা কোর্টে আরিয়ান, মুনমুন ধামেচা, আরবাজ মার্চেন্টসহ আট অভিযুক্তকে তোলা হয়েছিল। আদালতে নিয়ে যাওয়ার আগে আরিয়ানের শারীরিক পরীক্ষা করানো হয়েছে। জানা গেছে, আরিয়ান, মুনমুন আর আরবাজের রিমান্ড ১১ অক্টোবর পর্যন্ত বাড়ানোর জন্য আদালতের কাছে আবেদন করেছিল এনসিবি। আরিয়ান আর মাদক-কাণ্ডের অন্যতম ব্যক্তি অচিত কুমারকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় এনসিবি।
আরিয়ানের আইনজীবী সতীশ মানশিন্ডের প্রশ্ন, আরিয়ানকে দুই রাত ধরে এনসিবি কোনো জিজ্ঞাসাবাদ করেনি, তাহলে রিমান্ড কেন চাই?
সতীশ মানশিন্ডে আদালতকে জানিয়েছে, ‘আরিয়ানকে অতিথি হিসেবে পার্টিতে আমন্ত্রণ করা হয়েছিল। আরিয়ানের ব্যাগ তল্লাশি করেছিল এনসিবি। ওর ব্যাগে মাদক পাওয়া যায়নি। রেভ পার্টির সঙ্গে আরিয়ানের কোনো সম্পর্ক নেই। আর ওর গ্রেপ্তারি অর্থহীন। আরিয়ানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তবে তদন্তের ক্ষেত্রে সব রকম সাহায্য করবেন আরিয়ান।’