• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

ছোট বোনের স্বামীর প্রেমে পড়েছেন মিথিলা!


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৫, ২০২১, ০৩:৫৪ পিএম
ছোট বোনের স্বামীর প্রেমে পড়েছেন মিথিলা!

ছোটপর্দার আলোচিত অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। ব্যক্তিগত কারণে সব সময় শিরোনামে থাকেন তিনি। জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসানের সাথে বিবাহবিচ্ছেদ এবং কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে, সবকিছু মিলিয়ে বারবার আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। এখন তাদের সুখের সংসার।

তবে এবার প্রকাশ্যে এলো ছোট বোন মিম রশিদের স্বামী অভিনেতা ইরেশ যাকেরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন মিথিলা।

তবে কী সত্যি আবারও নতুন প্রেম এসেছে অভিনেত্রীর জীবনে? হ্যাঁ ঘটনা সত্যি তবে সেটা আসলে বাস্তব জীবনে নয়, নাটকেই দেখা যাবে এমনটা।
 
আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে একটি বিশেষ নাটকে কাজ করেছেন মিথিলা ও ইরেশ যাকের। সেখানে তারা একে-অপরের প্রেমে মজবেন।

নাটকটির নাম ‘মিড নাইট সান’। ফরহাদ হোসেনের রচনা ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন আরিফ এ আহনাফ। ইতোমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

নির্মাতা আরিফ আহনাফ জানান, এক রাতের ঘটনা নিয়ে এ নাটকের গল্প। গভীর রাতে যাত্রা পথে দেখা হয় ইরেশ-মিথিলার। এরপর বেশ কিছু ঘটনাও ঘটে।  একটা পর্যায়ে তাদের মধ্যে মন দেওয়া-নেওয়া হয়।

আরিফ আরও জানান, ইরেশ ও মিথিলা এবারই প্রথম কেন্দ্রীয় চরিত্রে জুটি বেঁধেছেন। তাই দর্শকদের জন্য এটা স্পেশাল উপহার বলা যায়। এনটিভির ঈদ আয়োজনে দেখা যাবে নাটকটি।

Link copied!