ক্যানসারে আক্রান্ত বলিউড পরিচালক মহেশ মাঞ্জরেকর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ০৪:৪০ পিএম
ক্যানসারে আক্রান্ত বলিউড পরিচালক মহেশ মাঞ্জরেকর

বলিউডে ফের ক্যানসারের হানা। এবার এই মরণব্যাধিতে আক্রান্ত হলেন অভিনেতা ও পরিচালক মহেশ মাঞ্জরেকর। খবর হিন্দুস্তান টাইমসের। 

খবরে বলা হয়েছে, কিছুদিন আগেই মহেশ মাঞ্জরেকরের ইউরিনারি ব্লাডার ক্যানসার  ধরা পড়েছে। অস্ত্রোপচারও করা হয়েছে। শোনা গিয়েছে, সময় থাকতে থাকতে মহেশ মাঞ্জরেকরের ক্যানসারের কথা জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে তাকে অস্ত্রোপচারের করার পরামর্শ দেন চিকিৎসক। সেই কথা মেনেই মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি আরও জানিয়েছে, অভিনেতা-পরিচালকের অস্ত্রোপচার সফল আছে। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল। 

এ বিষয়ে এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মহেশ মাঞ্জরেকর জানিয়েছেন, এখন অনেকটাই সুস্থ বোধ করছেন তিনি। আশা করছেন খুব শিগগিরিই স্বাভাবিক জীবনে ফিরবেন।

Link copied!