ওপার বাংলার সিনেমায় অভিনয় করতে চলেছেন রাফিয়াথ রশিদ মিথিলা। রাজর্ষি দে পরিচালিত ‘মায়া’ শিরোনের ছবিতে অভিনয় করবেন তিনি। ভারতীয় একাধিক গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।
জানা গেছে, উইলিয়াম শেকসপিয়ারের ম্যাকবেথ অবলম্বনে নির্মিত হবে। তবে ছবিতে অভিনয়ের বিষয়ে মুখ খোলেননি মিথিলা।
রাজর্ষি দে বলেন, “আমি মিথিলার আগের কাজ দেখেছি। যখন স্ক্রিপ্ট করি তখন মিথিলার কথা মাথায় ছিল। সে মায়া চরিত্রটি করবে। মায়া হলো লেডি ম্যাকবেথের দ্বিতীয় সত্তা।”
তিনি আরও বলেন, “মিথিলাকে বলার আগে আমি সৃজিতের কাছে জানতে চেয়েছিলাম যে, মিথিলাকে সিনেমার জন্য কাস্ট করতে চাই। সৃজিত সবুজ সংকেত দিলে মিথিলার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করি। মিথিলা চরিত্রটি খুবই পছন্দ করেছে।”
ছবিতে আরও অভিনয় করবেন গৌরব চক্রবর্তী, রাহুল, তনুশ্রী চক্রবর্তী, কমলেশ্বর মুখার্জি, কনিনিকা ব্যানার্জি, রনিতা দাশসহ অনেকে। অভিনয়শিল্পীদের লুক টেষ্টও হয়ে গেছে। জুলাইয়ের ১২ তারিখ থেকে শুটিংয়ে শুরু হবে সিনেমাটির। কলকাতা ও আশেপাশে হয়ে সিনেমার দৃশ্যধারণ।