মৃত্যুর পর বলিউড অভিনেতা, প্রযোজক ও পরিচালক ঋষি কাপুরের প্রথম জন্মদিন আজ শনিবার। এটি তার ৬৮তম জন্মদিন। এ দিন অনলাইনে প্রকাশিত হলো তার শেষ সিনেমা ‘শর্মাজি নামকিন’-এর প্রথম পোস্টার। ছবির অন্যতম প্রযোজক ফারহান আখতার টুইটারে পোস্টারটি প্রকাশ করেছেন।
একজন ৬০ বছরের প্রৌঢ়ের জীবন নিয়ে তৈরি হালকা মেজাজের এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋষি কাপুর। ছবির পরিচালক হিতেশ ভাটিয়ার এটিই প্রথম ছবি। গত বছর এই ছবির শ্যুটিংয়ের মাঝেই প্রয়াত হন অভিনেতা।
মৃত্যুর পর কীভাবে ছবি সম্পন্ন হবে— এ নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল প্রযোজনা সংস্থা থেকে শুরু করে পরিচালক। এই সময়ই ঋষি কাপুর অভিনীত চরিত্রটির জন্য তারা আর্জি জানান অভিনেতা পরেশ রাওয়ালকে। অভিনেতার রাজি হওয়াতেই সম্পন্ন হয় ‘শর্মাজি নমকিন’-এর শ্যুটিং। পরেশ রাওয়ালের সহযোগিতার জন্য তাই তাকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন প্রযোজক ফারহান আখতার। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন জুহি চাওলা
ছবির পোস্টারে একই লুকে, একই চরিত্রে ঋষি কাপুর ও পরেশ রাওয়ালকে দেখে প্রশ্ন তুলেছেন অনুরাগীরা। কেউ লিখেছেন, তাহলে কি একই চরিত্রে ছবির কিছু অংশে দেখা যাবে ঋষি কাপুরকে ও কিছু অংশে দেখা যাবে পরেশ রাওয়ালকে! কেউ আবার লিখেছেন ঋষি কাপুর কি রয়েছেন, পরেশকেই দেখা যাবে পুরো ছবিতে! বিভ্রান্তি ছড়িয়েছে দর্শক মহলে।