• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৬ রমজান ১৪৪৬

অবশেষে প্রকাশ্যে এলেন ‘বলিউড বাদশা’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১, ০৪:১১ পিএম
অবশেষে প্রকাশ্যে এলেন ‘বলিউড বাদশা’

মাদক মামলায় ছেলের গ্রেপ্তারের পর অনেকটা আড়ালেই চলে গিয়েছিলেন ‘বলিউড বাদশা’ শাহরুখ খান। ছেলের জামিনের জন্য দৌড়ঝাঁপ করায় তাকে জনসম্মুখে তেমন একটা দেখা যায়নি। প্রকাশ্যে কোনো কথাও বলেননি। শুধু আর্থার রোডে জেলের বাইরে ছেলের জন্য চিন্তিত এই অভিনেতাকে দেখা গেছে বিষণ্ণ মুখে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ছেলে আরিয়ানের জামিনের পর অবশেষে প্রকাশে এলেন ‘বলিউড বাদশা’। মুখেও দেখা গেছে যুদ্ধ জয়ের হাসি।

বৃহস্পতিবার শাহরুখ পুত্র আরিয়ানের জামিন মঞ্জুর করেন ভারতের মুম্বাইয়ের হাইকোর্ট। একই সঙ্গে এই মামলায় গ্রেপ্তার অপর দুই আসামি আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচারের জামিনও মঞ্জুর করেন আদালত। এরপরই এই মামলার আইনজীবীদের সঙ্গে দেখা করতে যান শাহরুখ খান। ছেলের জামিনের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের সঙ্গে ছবি তোলেন ‘বলিউড বাদশা’।

ছবিতে দেখা যায়, আরিয়ানের পক্ষে আদালতে লড়াই করা সতীশ মানশিন্ডে ও অন্যান্য আইনজীবীর হাসিমুখে পোজ দিচ্ছেন শাহরুখ। এ সময় তার পরনে ছিল সাদা শার্ট ও কালো প্যান্ট।

টুইটারে সেই ছবি দেখে আপ্লুত হলে ভক্তরাও। অনেকেই সেখানে লিখলেন শাহরুখের জনপ্রিয় ছবির সংলাপ ‘হারকে জিতনেবালো কো বাজিগর কাহতে হ্যায়’। যার অর্থ যারা হেরে জিতে যায় তাদের বাজিগর বলে।

গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরী থেকে আটক করা হয় শাহরুখ পুত্র আরিয়ান ও তার দুই বন্ধুকে। এর একদিন পরে তার নামে মাদক মামলা দায়ের করে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। সেই মামলায় গত ৮ অক্টোবর আরিয়ানকে কারাগারে পাঠান আদালত। তখন থেকে আর্থার রোডের জেলে বন্দী ছিলেন আরিয়ান। গ্রেপ্তারের পর থেকে আরিয়ানের জামিনের জন্য বেশ কয়েকবার আবেদন করা হলেও বিচারক তা নামঞ্জুর করেন। সর্বশেষ বৃহস্পতিবার মুম্বাইয়ের হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন। সবকিছু ঠিক থাকলে শুক্রবার (২৯ অক্টোবর) জেল থেকে বের হবেন শাহরুখ পুত্র।
 

Link copied!