• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

অনুদান পাওয়া সিনেমাটি নির্মাণ করবেন না অমিতাভ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৪:৫৬ পিএম
অনুদান পাওয়া সিনেমাটি নির্মাণ করবেন না অমিতাভ

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘পেন্সিলে আঁকা পরী’ উপন্যাস থেকে সিনেমা নির্মাণের জন্য ২০২০-২১ অর্থবছরে অনুদান পান অমিতাভ রেজা চৌধুরী। তবে সিনেমাটি নির্মাণ থেকে সরে এসেছেন তিনি। অনুদান পাওয়া অর্থ জরিমানাসহ ফেরত দেবেন এই পরিচালক। 

অমিতাভ জানালেন, হুমায়ূন পরিবার কিছু শর্ত দিয়েছে যেগুলো মেনে কাজ করা সম্ভব নয়। তিনি বলেন, “হুমায়ূন আহমেদের পরিবারের কাছ থেকে প্রাথমিক অনুমতি নিয়েই আমরা সিনেমাটি নির্মাণের জন্য সরকারি অনুদানে আবেদন করি। কিন্তু এখন আরও যেসব শর্ত দেয়া হয়েছে, সেটা মানা আমাদের পক্ষে সম্ভব না।”

হুমায়ূন আহমেদের মৃত্যুর পর একটি ট্রাস্টি বোর্ড গঠন করেছেন তার পরিবারের সদস্যরা। সেই ট্রাস্টি বোর্ড হুমায়ূনের সাহিত্য নিয়ে কাজ করার অনুমতি দিয়ে থাকে। যে বোর্ডে রয়েছেন সাহিত্যিকের পরিবারের সদস্যরা।

জানা গেছে, বোর্ড ‘পেন্সিলে আঁকা পরী’ উপন্যাস থেকে সিনেমা নির্মাণের জন্য যে পরিমাণ অর্থ দাবি করেছে, তা মেটানো সম্ভব না বলেই সিনেমাটি করা সম্ভব হচ্ছে না।

অমিতাভ জানান, ভবিষ্যতে এই উপন্যাসটি নিয়ে কোনো সিনেমা নির্মাণের পরিকল্পনা নেই। এর বদলে অন্য কোনো সিনেমা নির্মাণ করতে চান তিনি। ‍

Link copied!